বিগত ১৬ বছরে ফ্যাসিস্ট সরকার বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওপর বারবার আঘাত হানলেও দলটিকে ধ্বংস করা সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় মজলিসে শূরা ও অঞ্চল টিমের সদস্য একেএম ফখরুদ্দীন খান রাযী।
শুক্রবার (১৩ জুন) সকালে বরগুনার বেতাগী উপজেলার এক কর্মী সম্মেলনে তিনি বলেন, “বাংলার জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। আমাদের পথে বাধা এসেছে, কিন্তু আমরা পথ হারাইনি।”
সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. সাইদুল ইসলাম সোহরাব এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি প্রভাষক মো. শাহাদাতে হোসেন মুন্না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
-
বরগুনা জেলা জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমীর ও বরগুনা-২ (পাথরঘাটা, বামনা ও বেতাগী) আসনের মনোনীত প্রার্থী ডা. সুলতান আহমেদ,
-
জেলা আমীর অধ্যাপক মাওলানা মুহিব্বুল্লাহ হারুন,
-
জেলা সেক্রেটারি মো. আসাদুজ্জামান আল মামুন,
-
এবং সহকারী সেক্রেটারি মো. শামীম আহসান।
সমাবেশে বক্তারা দলের আদর্শ, সাংগঠনিক প্রস্তুতি ও রাজনৈতিক সংগ্রামের গুরুত্ব তুলে ধরেন এবং সকল কর্মীকে ধৈর্য, সাহস ও নিষ্ঠার সাথে মাঠে থাকার আহ্বান জানান।
বক্তারা বলেন, জামায়াত ইসলাম শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাসী, কিন্তু সরকার বারবার দলটির কর্মসূচিতে বাধা দিয়ে সাংবিধানিক অধিকার লঙ্ঘন করেছে। তারপরও জনগণের ভালোবাসায় জামায়াত আজও টিকে আছে এবং আগামীতেও দ্বীনের বিজয়ের লক্ষ্যে কাজ চালিয়ে যাবে।