ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

“নির্বাচনে আওয়ামী লীগ থাকবে না, এটা নিশ্চিত”—আনিস আলমগীর

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৭:১৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
  • ৬০১ বার পড়া হয়েছে

আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে না, এমনটাই নিশ্চিত বলে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীর। শুক্রবার (১৩ জুন) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে আনিস আলমগীর বলেন, “লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাই প্রোফাইল বৈঠকে অবশেষে যা হওয়ার কথা ছিল, তা-ই হয়েছে। জাতি কিছুটা স্বস্তি পেল। রাজনৈতিক মহল ও মিডিয়ার কল্পনায় ঘুরপাক খাওয়া দৃশ্যটাই এবার বাস্তবে রূপ নিল।”

তিনি আরও বলেন, “নতুন কিছু নয়, শুধু আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো। নির্বাচন এপ্রিলের বদলে ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—আওয়ামী লীগ যে নির্বাচনের বাইরে থাকবে, সেটাও এখন নিশ্চিত।”

আনিস আলমগীরের মতে, “অনেকদিন তো তারা (আওয়ামী লীগ) খেয়েছে, এবার অন্যের খাওয়া দেখতে দেখতে একটু ধৈর্য ধরতে হবে। এখন অন্যদের মাঠে নামার পালা। কিছু গুছানো সংস্কার হবে, দু’একটা প্রতীকী রায়ও পড়বে— ব্যাস, শুরু হবে নতুন সময়।”

সাংবাদিক আনিস আলমগীরের এই মন্তব্যের মধ্য দিয়ে রাজনৈতিক মহলে নির্বাচনের পরিক্রমা ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে সরকারি মহল থেকে এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া আসেনি।

জনপ্রিয় সংবাদ

ঝিনাইদহে জামায়াত প্রার্থী আমির হামজাকে অবাঞ্ছিত ঘোষণা করল বিএনপি

“নির্বাচনে আওয়ামী লীগ থাকবে না, এটা নিশ্চিত”—আনিস আলমগীর

আপডেট সময় ০৭:১৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫

আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে না, এমনটাই নিশ্চিত বলে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীর। শুক্রবার (১৩ জুন) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে আনিস আলমগীর বলেন, “লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাই প্রোফাইল বৈঠকে অবশেষে যা হওয়ার কথা ছিল, তা-ই হয়েছে। জাতি কিছুটা স্বস্তি পেল। রাজনৈতিক মহল ও মিডিয়ার কল্পনায় ঘুরপাক খাওয়া দৃশ্যটাই এবার বাস্তবে রূপ নিল।”

তিনি আরও বলেন, “নতুন কিছু নয়, শুধু আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো। নির্বাচন এপ্রিলের বদলে ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—আওয়ামী লীগ যে নির্বাচনের বাইরে থাকবে, সেটাও এখন নিশ্চিত।”

আনিস আলমগীরের মতে, “অনেকদিন তো তারা (আওয়ামী লীগ) খেয়েছে, এবার অন্যের খাওয়া দেখতে দেখতে একটু ধৈর্য ধরতে হবে। এখন অন্যদের মাঠে নামার পালা। কিছু গুছানো সংস্কার হবে, দু’একটা প্রতীকী রায়ও পড়বে— ব্যাস, শুরু হবে নতুন সময়।”

সাংবাদিক আনিস আলমগীরের এই মন্তব্যের মধ্য দিয়ে রাজনৈতিক মহলে নির্বাচনের পরিক্রমা ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে সরকারি মহল থেকে এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া আসেনি।