ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ইরানে ইসরায়েলি হামলায় শীর্ষ জেনারেল ও বিজ্ঞানীদের নিহতের ঘটনায় জামায়াতের তীব্র নিন্দা ও শোক প্রকাশ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৮:২৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
  • ৫৮৮ বার পড়া হয়েছে

ইরানে ইসরায়েলি বিমান হামলায় ইসলামিক রেভ্যুলশনারি গার্ডস (আরজিএস) ও সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা এবং পরমাণু বিজ্ঞানীরা নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (১৩ জুন) এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এ শোক প্রকাশ করেন।

বিবৃতিতে তিনি বলেন, “ইরানের স্থানীয় সময় ভোর ৪টার দিকে রাজধানী তেহরানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পরমাণু ও সামরিক স্থাপনায় ভয়াবহ বিমান হামলা চালায় যুদ্ধবাজ ইসরায়েলি বাহিনী।” তিনি আরও জানান, এ হামলায় ইরানের রেভ্যুলশনারি গার্ডসের প্রধান হোসেইন সালামি, সেনাপ্রধান মোহাম্মাদ বাঘেরি, খতম-আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের কমান্ডার ঘোলামালি রশিদসহ অন্তত ৮ জন শীর্ষ পরমাণু বিজ্ঞানী এবং সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলী শামখানি নিহত হয়েছেন।

গোলাম পরওয়ার বলেন, “এই মর্মান্তিক ঘটনায় আমি গভীর শোক প্রকাশ করছি এবং নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ যেন তাঁদের শহীদ হিসেবে কবুল করেন ও জান্নাতে উচ্চ মাকাম দান করেন।”

তিনি আরও বলেন, “আমরা আশা করি ইরানের জনগণ ও সরকার এই চরম দুঃসময়ে ধৈর্য ধরবেন এবং শোক কাটিয়ে উঠে সঠিক জবাব দিতে সক্ষম হবেন।”

জনপ্রিয় সংবাদ

সিঙ্গাপুর থেকে শহীদ হাদির লাশ দেশে আনার সকল প্রস্তুতি সম্পন্ন

ইরানে ইসরায়েলি হামলায় শীর্ষ জেনারেল ও বিজ্ঞানীদের নিহতের ঘটনায় জামায়াতের তীব্র নিন্দা ও শোক প্রকাশ

আপডেট সময় ০৮:২৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫

ইরানে ইসরায়েলি বিমান হামলায় ইসলামিক রেভ্যুলশনারি গার্ডস (আরজিএস) ও সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা এবং পরমাণু বিজ্ঞানীরা নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (১৩ জুন) এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এ শোক প্রকাশ করেন।

বিবৃতিতে তিনি বলেন, “ইরানের স্থানীয় সময় ভোর ৪টার দিকে রাজধানী তেহরানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পরমাণু ও সামরিক স্থাপনায় ভয়াবহ বিমান হামলা চালায় যুদ্ধবাজ ইসরায়েলি বাহিনী।” তিনি আরও জানান, এ হামলায় ইরানের রেভ্যুলশনারি গার্ডসের প্রধান হোসেইন সালামি, সেনাপ্রধান মোহাম্মাদ বাঘেরি, খতম-আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের কমান্ডার ঘোলামালি রশিদসহ অন্তত ৮ জন শীর্ষ পরমাণু বিজ্ঞানী এবং সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলী শামখানি নিহত হয়েছেন।

গোলাম পরওয়ার বলেন, “এই মর্মান্তিক ঘটনায় আমি গভীর শোক প্রকাশ করছি এবং নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ যেন তাঁদের শহীদ হিসেবে কবুল করেন ও জান্নাতে উচ্চ মাকাম দান করেন।”

তিনি আরও বলেন, “আমরা আশা করি ইরানের জনগণ ও সরকার এই চরম দুঃসময়ে ধৈর্য ধরবেন এবং শোক কাটিয়ে উঠে সঠিক জবাব দিতে সক্ষম হবেন।”