ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমান বললেন, খালেদা জিয়া ও ড. ইউনূস জাতিকে দিকনির্দেশনা দেবেন

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:২৭:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
  • ৬০৫ বার পড়া হয়েছে

লন্ডনের পার্ক লেনের হোটেল ডোরচেস্টারে শুক্রবার অনুষ্ঠিত এক বৈঠককে ঐতিহাসিক বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিকে দিকনির্দেশনা দেবেন। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

প্রায় দেড় ঘণ্টাব্যাপী বৈঠকে দেশের আগামী নির্বাচন, জাতীয় পুনর্গঠন ও সংস্কার প্রক্রিয়া নিয়ে বিস্তৃত আলোচনা হয়। আলোচনা শেষে যৌথ বিবৃতি পড়ে শোনান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বৈঠকে তারেক রহমান প্রস্তাব করেন, আগামী বছরের রমজানের আগেই নির্বাচন আয়োজন করা হোক। তার দাবি, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন, ওই সময় নির্বাচন হলে জাতির জন্য মঙ্গলজনক হবে। প্রধান উপদেষ্টা ড. ইউনূস বৈঠকে জানান, তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন আয়োজনের ঘোষণা ইতিমধ্যেই দিয়েছেন। তবে তিনি আরও বলেন, প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হলে ২০২৬ সালের রমজানের আগেও নির্বাচন সম্ভব হতে পারে।

এ সময় তিনি স্পষ্ট করেন, সে ক্ষেত্রে বিচার ও সংস্কারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করতে হবে। তারেক রহমান প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগত জানান এবং তাঁকে ধন্যবাদ জানান।

বৈঠক পরবর্তী পরিবেশকে সবাই ‘সৌহার্দ্যপূর্ণ’ ও ‘আশাব্যঞ্জক’ বলে আখ্যা দেন। নেতারা জানান, দেশের ভবিষ্যৎ নিয়ে ঐকমত্য তৈরির লক্ষ্যে এ ধরনের আলোচনা অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

গণসংযোগে নিহত ১৫ মামলার আসামি সরওয়ার বিএনপির কেউ নন: আমীর খসরু

তারেক রহমান বললেন, খালেদা জিয়া ও ড. ইউনূস জাতিকে দিকনির্দেশনা দেবেন

আপডেট সময় ০৯:২৭:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫

লন্ডনের পার্ক লেনের হোটেল ডোরচেস্টারে শুক্রবার অনুষ্ঠিত এক বৈঠককে ঐতিহাসিক বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিকে দিকনির্দেশনা দেবেন। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

প্রায় দেড় ঘণ্টাব্যাপী বৈঠকে দেশের আগামী নির্বাচন, জাতীয় পুনর্গঠন ও সংস্কার প্রক্রিয়া নিয়ে বিস্তৃত আলোচনা হয়। আলোচনা শেষে যৌথ বিবৃতি পড়ে শোনান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বৈঠকে তারেক রহমান প্রস্তাব করেন, আগামী বছরের রমজানের আগেই নির্বাচন আয়োজন করা হোক। তার দাবি, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন, ওই সময় নির্বাচন হলে জাতির জন্য মঙ্গলজনক হবে। প্রধান উপদেষ্টা ড. ইউনূস বৈঠকে জানান, তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন আয়োজনের ঘোষণা ইতিমধ্যেই দিয়েছেন। তবে তিনি আরও বলেন, প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হলে ২০২৬ সালের রমজানের আগেও নির্বাচন সম্ভব হতে পারে।

এ সময় তিনি স্পষ্ট করেন, সে ক্ষেত্রে বিচার ও সংস্কারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করতে হবে। তারেক রহমান প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগত জানান এবং তাঁকে ধন্যবাদ জানান।

বৈঠক পরবর্তী পরিবেশকে সবাই ‘সৌহার্দ্যপূর্ণ’ ও ‘আশাব্যঞ্জক’ বলে আখ্যা দেন। নেতারা জানান, দেশের ভবিষ্যৎ নিয়ে ঐকমত্য তৈরির লক্ষ্যে এ ধরনের আলোচনা অব্যাহত থাকবে।