ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

নুরুল হুদাকে ‘হেনস্তা’ করা মুজাম্মেল স্বেচ্ছাসেবক দলে যুক্ত

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:১৭:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • ৫৪৭ বার পড়া হয়েছে

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে হেনস্তার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা জড়িত ছিলেন বলে জানিয়েছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একজন ব্যক্তি সাদা পাঞ্জাবি পরে নুরুল হুদার দিকে জুতা ছুঁড়ছেন ও হামলার চেষ্টা করছেন।

পুলিশের দাবি, ভিডিওতে যিনি হামলাকারী হিসেবে চিহ্নিত হয়েছেন, তিনি স্বেচ্ছাসেবক দলের নেতা মুজাম্মেল হক ঢালী। তাদের মতে, এ ঘটনায় মুজাম্মেল প্রত্যক্ষভাবে জড়িত এবং তার পরিচয় নিশ্চিত করা হয়েছে।

তবে এ বিষয়ে মুজাম্মেল হক ঢালীর দাবি ভিন্ন। তিনি এক বিবৃতিতে বলেন, “আমি ঘটনার সময় সেখানে ছিলাম না। ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে তৈরি করে আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।” তিনি এই ঘটনাকে রাজনৈতিক ষড়যন্ত্র বলেও আখ্যা দেন।

এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, ভিডিও বিশ্লেষণসহ অন্যান্য তথ্যের ভিত্তিতে তদন্ত চলছে এবং দোষীদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে, মুজাম্মেলের দাবি যাচাইয়ে প্রযুক্তিগত বিশ্লেষণের কথাও বিবেচনা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জনপ্রিয় সংবাদ

“হাসিনা চ্যাপ্টার ক্লোজড”—ঝিনাইদহে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর বক্তব্যে উত্তেজনা

নুরুল হুদাকে ‘হেনস্তা’ করা মুজাম্মেল স্বেচ্ছাসেবক দলে যুক্ত

আপডেট সময় ১০:১৭:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে হেনস্তার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা জড়িত ছিলেন বলে জানিয়েছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একজন ব্যক্তি সাদা পাঞ্জাবি পরে নুরুল হুদার দিকে জুতা ছুঁড়ছেন ও হামলার চেষ্টা করছেন।

পুলিশের দাবি, ভিডিওতে যিনি হামলাকারী হিসেবে চিহ্নিত হয়েছেন, তিনি স্বেচ্ছাসেবক দলের নেতা মুজাম্মেল হক ঢালী। তাদের মতে, এ ঘটনায় মুজাম্মেল প্রত্যক্ষভাবে জড়িত এবং তার পরিচয় নিশ্চিত করা হয়েছে।

তবে এ বিষয়ে মুজাম্মেল হক ঢালীর দাবি ভিন্ন। তিনি এক বিবৃতিতে বলেন, “আমি ঘটনার সময় সেখানে ছিলাম না। ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে তৈরি করে আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।” তিনি এই ঘটনাকে রাজনৈতিক ষড়যন্ত্র বলেও আখ্যা দেন।

এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, ভিডিও বিশ্লেষণসহ অন্যান্য তথ্যের ভিত্তিতে তদন্ত চলছে এবং দোষীদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে, মুজাম্মেলের দাবি যাচাইয়ে প্রযুক্তিগত বিশ্লেষণের কথাও বিবেচনা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।