ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

মব সৃষ্টি, মারধরের মামলায় উত্তরা স্বেচ্ছাসেবক দলের নেতা কারাগারে

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৮:৫৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • ৫১৮ বার পড়া হয়েছে

সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে ঘিরে মব সৃষ্টি, জুতার মালা পরানো ও মারধরের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. হানিফকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৪ জুন) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত এ আদেশ দেন। একই সঙ্গে জামিন শুনানির জন্য আগামীকাল (বুধবার) দিন ধার্য করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে বলা হয়, নুরুল হুদার বিরুদ্ধে পূর্ব পরিকল্পিতভাবে একদল লোক উত্তেজনা ছড়িয়ে হামলার চেষ্টা চালায়। ওই ঘটনায় মো. হানিফের সম্পৃক্ততা পাওয়া যায়।

এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করে এবং আদালতে হাজির করে রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জনপ্রিয় সংবাদ

“হাসিনা চ্যাপ্টার ক্লোজড”—ঝিনাইদহে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর বক্তব্যে উত্তেজনা

মব সৃষ্টি, মারধরের মামলায় উত্তরা স্বেচ্ছাসেবক দলের নেতা কারাগারে

আপডেট সময় ০৮:৫৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে ঘিরে মব সৃষ্টি, জুতার মালা পরানো ও মারধরের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. হানিফকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৪ জুন) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত এ আদেশ দেন। একই সঙ্গে জামিন শুনানির জন্য আগামীকাল (বুধবার) দিন ধার্য করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে বলা হয়, নুরুল হুদার বিরুদ্ধে পূর্ব পরিকল্পিতভাবে একদল লোক উত্তেজনা ছড়িয়ে হামলার চেষ্টা চালায়। ওই ঘটনায় মো. হানিফের সম্পৃক্ততা পাওয়া যায়।

এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করে এবং আদালতে হাজির করে রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।