ঢাকা ০৪:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

“বিএনপি-আ.লীগের মধ্যে কোনো পার্থক্য নেই”—মুফতি ফয়জুল করীম

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:১৭:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • ৫২৯ বার পড়া হয়েছে

বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে প্রকৃত কোনো পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

মঙ্গলবার (২৪ জুন) বিকেলে গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ, গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “আগে আওয়ামী লীগের নেতারা যে সুরে কথা বলতেন, এখন বিএনপির নেতারাও সেই একই সুরে কথা বলছেন। এ থেকেই বোঝা যায়, এই দুটি দলের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই।”

হাত পাখার প্রতীকের পক্ষে সমর্থন জানিয়ে মুফতি ফয়জুল করীম বলেন, “হাত পাখার বিজয় মানেই দেশের ও মানুষের বিজয়। দেশের কল্যাণ, শান্তি ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলনের প্রতীক হাত পাখায় ভোট দেওয়া এখন সময়ের দাবি।”

তিনি সবাইকে ইসলামী সমাজব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান জানান এবং বলেন, “ইসলামই দেশ ও জাতির মুক্তির একমাত্র পথ।”

সমাবেশে তিনি গাইবান্ধার পাঁচটি সংসদীয় আসনের মধ্যে তিনটি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন।

ঘোষিত প্রার্থীরা হলেন:

  • গাইবান্ধা-২ (সদর): প্রভাষক মোহাম্মদ আব্দুল মাজেদ

  • গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী): মাওলানা আওলাদ হোসেন

  • গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ): মুফতি তৌহিদুল ইসলাম

সমাবেশে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অ্যাডভোকেট এম. হাছিবুল ইসলাম, মুহাম্মদ আনোয়ার উল ইসলাম আরিফ, মো. মাহবুবুর রহমান, মুফতি মাহমুদুল হাসান কাসেমী, অ্যাডভোকেট মো. আজিজুল ইসলামসহ অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।

সভাপতিত্ব করেন গাইবান্ধা জেলা সভাপতি প্রভাষক মাওলানা মো. আব্দুল মাজেদ এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মুফতি আল আমিন বিন হোসাইন।

জনপ্রিয় সংবাদ

“হাসিনা চ্যাপ্টার ক্লোজড”—ঝিনাইদহে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর বক্তব্যে উত্তেজনা

“বিএনপি-আ.লীগের মধ্যে কোনো পার্থক্য নেই”—মুফতি ফয়জুল করীম

আপডেট সময় ০৯:১৭:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে প্রকৃত কোনো পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

মঙ্গলবার (২৪ জুন) বিকেলে গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ, গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “আগে আওয়ামী লীগের নেতারা যে সুরে কথা বলতেন, এখন বিএনপির নেতারাও সেই একই সুরে কথা বলছেন। এ থেকেই বোঝা যায়, এই দুটি দলের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই।”

হাত পাখার প্রতীকের পক্ষে সমর্থন জানিয়ে মুফতি ফয়জুল করীম বলেন, “হাত পাখার বিজয় মানেই দেশের ও মানুষের বিজয়। দেশের কল্যাণ, শান্তি ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলনের প্রতীক হাত পাখায় ভোট দেওয়া এখন সময়ের দাবি।”

তিনি সবাইকে ইসলামী সমাজব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান জানান এবং বলেন, “ইসলামই দেশ ও জাতির মুক্তির একমাত্র পথ।”

সমাবেশে তিনি গাইবান্ধার পাঁচটি সংসদীয় আসনের মধ্যে তিনটি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন।

ঘোষিত প্রার্থীরা হলেন:

  • গাইবান্ধা-২ (সদর): প্রভাষক মোহাম্মদ আব্দুল মাজেদ

  • গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী): মাওলানা আওলাদ হোসেন

  • গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ): মুফতি তৌহিদুল ইসলাম

সমাবেশে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অ্যাডভোকেট এম. হাছিবুল ইসলাম, মুহাম্মদ আনোয়ার উল ইসলাম আরিফ, মো. মাহবুবুর রহমান, মুফতি মাহমুদুল হাসান কাসেমী, অ্যাডভোকেট মো. আজিজুল ইসলামসহ অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।

সভাপতিত্ব করেন গাইবান্ধা জেলা সভাপতি প্রভাষক মাওলানা মো. আব্দুল মাজেদ এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মুফতি আল আমিন বিন হোসাইন।