ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ইরানে মোসাদের ৬ গুপ্তচর আটক: সাইবার ষড়যন্ত্রের অভিযোগ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:৫২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • ৫৩৮ বার পড়া হয়েছে

ইরানের পশ্চিমাঞ্চলীয় হামেদান প্রদেশে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ-এর ছয় গুপ্তচরকে আটক করেছে দেশটির গোয়েন্দা বাহিনী। মঙ্গলবার (২৪ জুন) ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, হামেদান, রাজান ও নাহাভান্দ শহরে সমন্বিত অভিযানের মাধ্যমে “দুর্ধর্ষ ও প্রশিক্ষিত” এ ছয়জনকে গ্রেপ্তার করা হয়। ইরানি কর্তৃপক্ষ তাদের ‘দেশদ্রোহী গুপ্তচর’ আখ্যা দিয়ে বলেছে, তারা ইরানে মোসাদের এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে গভীরভাবে জড়িয়ে ছিল।

কী অভিযোগ?

ইরানের গোয়েন্দা কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী,

  • আটককৃতরা সাইবার মাধ্যমে সরকারবিরোধী গোষ্ঠীর সঙ্গে সংযুক্ত ছিল।

  • তারা ইরানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এবং জনমনে অস্থিরতা তৈরি করতে পরিকল্পিত প্রচার ও বিশৃঙ্খলা ছড়াতে সক্রিয় ছিল।

  • গোয়েন্দা বাহিনীর সময়োপযোগী পদক্ষেপে তাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়।

ইরান দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে, মোসাদ ও পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো ইরানের অভ্যন্তরে গুপ্তচরবৃত্তির মাধ্যমে পারমাণবিক কর্মসূচি, সামরিক সক্ষমতা ও সামাজিক স্থিতিশীলতা বিপন্ন করার চেষ্টা করছে।

জনপ্রিয় সংবাদ

“হাসিনা চ্যাপ্টার ক্লোজড”—ঝিনাইদহে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর বক্তব্যে উত্তেজনা

ইরানে মোসাদের ৬ গুপ্তচর আটক: সাইবার ষড়যন্ত্রের অভিযোগ

আপডেট সময় ১০:৫২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

ইরানের পশ্চিমাঞ্চলীয় হামেদান প্রদেশে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ-এর ছয় গুপ্তচরকে আটক করেছে দেশটির গোয়েন্দা বাহিনী। মঙ্গলবার (২৪ জুন) ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, হামেদান, রাজান ও নাহাভান্দ শহরে সমন্বিত অভিযানের মাধ্যমে “দুর্ধর্ষ ও প্রশিক্ষিত” এ ছয়জনকে গ্রেপ্তার করা হয়। ইরানি কর্তৃপক্ষ তাদের ‘দেশদ্রোহী গুপ্তচর’ আখ্যা দিয়ে বলেছে, তারা ইরানে মোসাদের এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে গভীরভাবে জড়িয়ে ছিল।

কী অভিযোগ?

ইরানের গোয়েন্দা কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী,

  • আটককৃতরা সাইবার মাধ্যমে সরকারবিরোধী গোষ্ঠীর সঙ্গে সংযুক্ত ছিল।

  • তারা ইরানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এবং জনমনে অস্থিরতা তৈরি করতে পরিকল্পিত প্রচার ও বিশৃঙ্খলা ছড়াতে সক্রিয় ছিল।

  • গোয়েন্দা বাহিনীর সময়োপযোগী পদক্ষেপে তাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়।

ইরান দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে, মোসাদ ও পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো ইরানের অভ্যন্তরে গুপ্তচরবৃত্তির মাধ্যমে পারমাণবিক কর্মসূচি, সামরিক সক্ষমতা ও সামাজিক স্থিতিশীলতা বিপন্ন করার চেষ্টা করছে।