ঢাকা ০৪:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

উপদেষ্টা আসিফকে ক্ষমা চাইতে হবে: ইশরাক

এবার বিএনপি নেতা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়রপ্রার্থী ইশরাক হোসেন বলেছেন, ঢাকার জনগণের আন্দোলনকে অপমান করে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব যে মন্তব্য করেছেন, তার জন্য নগরবাসীর কাছে ক্ষমা চাইতে হবে। বুধবার (২৫ জুন) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি।

ইশরাক বলেন, “একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া বক্তব্যে আসিফ মাহমুদ দাবি করেছেন, আমার আন্দোলন বিএনপির এক নেতার ইন্ধনে হয়েছে। তিনি আরও বলেন, আমাকে ‘মিস গাইড’ করা হয়েছে। এ ধরনের বক্তব্য শুধু আমাকে নয়, ঢাকার হাজার হাজার ভোটারকে অপমান করার শামিল।”

তিনি বলেন, “দিনের পর দিন যারা আন্দোলন করেছেন, যারা নাগরিক অধিকার প্রতিষ্ঠার দাবি জানিয়ে রাস্তায় নেমেছেন—তাদের একটি বাক্যে পশুর মর্যাদায় নামিয়ে আনা হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক ও অগ্রহণযোগ্য। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং তার (আসিফ মাহমুদের) কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার আহ্বান জানাচ্ছি।”

ইশরাক আরও দাবি করেন, “আসিফ মাহমুদ বলেছেন, আমাকে প্ররোচিত করেছে কুমিল্লার এক বিএনপি নেতা এবং আন্দোলনের জন্য অর্থ ও লজিস্টিক সাপোর্ট দিয়েছে। এসব কথার প্রমাণ যদি তার কাছে থাকে, তাহলে তা জাতির সামনে প্রকাশ করুন। তা না হলে অবিলম্বে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।”

উল্লেখ্য, দীর্ঘদিন বন্ধ থাকার পর ২৩ জুন সোমবার খুলে দেওয়া হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনের প্রধান ফটক ও সেবা কার্যক্রম। এর আগে গত ১৫ মে থেকে ৩ জুন পর্যন্ত নগর ভবনের সব নাগরিক সেবা বন্ধ ছিল। ওই সময় ইশরাকপন্থী কর্মচারীরা নগরভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন এবং বিভিন্ন বিভাগেও তালা দিয়ে সেবা কার্যক্রম বন্ধ রাখেন।

ঈদের বিরতির পর গত ১৫ জুন থেকে পুনরায় ইশরাকের অনুসারীরা নগর ভবনে অবস্থান কর্মসূচি শুরু করেন। এ কারণে নগর ভবনের প্রধান ফটকসহ বিভিন্ন বিভাগের কার্যক্রম স্থবির হয়ে পড়ে। অবশেষে গতকাল (২৪ জুন) নগর ভবনের প্রধান ফটকসহ অন্যান্য বিভাগের তালা খুলে সেবা কার্যক্রম পুনরায় চালু করা হয়।

জনপ্রিয় সংবাদ

“হাসিনা চ্যাপ্টার ক্লোজড”—ঝিনাইদহে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর বক্তব্যে উত্তেজনা

উপদেষ্টা আসিফকে ক্ষমা চাইতে হবে: ইশরাক

আপডেট সময় ০৩:১২:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫

এবার বিএনপি নেতা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়রপ্রার্থী ইশরাক হোসেন বলেছেন, ঢাকার জনগণের আন্দোলনকে অপমান করে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব যে মন্তব্য করেছেন, তার জন্য নগরবাসীর কাছে ক্ষমা চাইতে হবে। বুধবার (২৫ জুন) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি।

ইশরাক বলেন, “একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া বক্তব্যে আসিফ মাহমুদ দাবি করেছেন, আমার আন্দোলন বিএনপির এক নেতার ইন্ধনে হয়েছে। তিনি আরও বলেন, আমাকে ‘মিস গাইড’ করা হয়েছে। এ ধরনের বক্তব্য শুধু আমাকে নয়, ঢাকার হাজার হাজার ভোটারকে অপমান করার শামিল।”

তিনি বলেন, “দিনের পর দিন যারা আন্দোলন করেছেন, যারা নাগরিক অধিকার প্রতিষ্ঠার দাবি জানিয়ে রাস্তায় নেমেছেন—তাদের একটি বাক্যে পশুর মর্যাদায় নামিয়ে আনা হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক ও অগ্রহণযোগ্য। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং তার (আসিফ মাহমুদের) কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার আহ্বান জানাচ্ছি।”

ইশরাক আরও দাবি করেন, “আসিফ মাহমুদ বলেছেন, আমাকে প্ররোচিত করেছে কুমিল্লার এক বিএনপি নেতা এবং আন্দোলনের জন্য অর্থ ও লজিস্টিক সাপোর্ট দিয়েছে। এসব কথার প্রমাণ যদি তার কাছে থাকে, তাহলে তা জাতির সামনে প্রকাশ করুন। তা না হলে অবিলম্বে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।”

উল্লেখ্য, দীর্ঘদিন বন্ধ থাকার পর ২৩ জুন সোমবার খুলে দেওয়া হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনের প্রধান ফটক ও সেবা কার্যক্রম। এর আগে গত ১৫ মে থেকে ৩ জুন পর্যন্ত নগর ভবনের সব নাগরিক সেবা বন্ধ ছিল। ওই সময় ইশরাকপন্থী কর্মচারীরা নগরভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন এবং বিভিন্ন বিভাগেও তালা দিয়ে সেবা কার্যক্রম বন্ধ রাখেন।

ঈদের বিরতির পর গত ১৫ জুন থেকে পুনরায় ইশরাকের অনুসারীরা নগর ভবনে অবস্থান কর্মসূচি শুরু করেন। এ কারণে নগর ভবনের প্রধান ফটকসহ বিভিন্ন বিভাগের কার্যক্রম স্থবির হয়ে পড়ে। অবশেষে গতকাল (২৪ জুন) নগর ভবনের প্রধান ফটকসহ অন্যান্য বিভাগের তালা খুলে সেবা কার্যক্রম পুনরায় চালু করা হয়।