ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতির বয়স নিয়ে প্রশ্ন তুললেন ছাত্রদল সভাপতি

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৮:৩৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • ৫৫৮ বার পড়া হয়েছে

ছাত্রলীগে ছাত্রশিবির নেতাদের পুনর্বাসনের অভিযোগ তুলেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে আয়োজিত ছাত্রদলের মাসব্যাপী ফরম বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অভিযোগ করেন।

রাকিব বলেন, “বর্তমান জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি ও সেক্রেটারির ছাত্রলীগ করার প্রমাণ আমাদের হাতে রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি সরাসরি ছাত্রলীগের কমিটিতে ছিল। ছাত্রলীগে পুনর্বাসনের মাধ্যমে ছাত্রশিবির আবার সক্রিয় হওয়ার চেষ্টা করছে। ভবিষ্যতে এমন হলে আমরা তা কোনোভাবেই মেনে নেব না।”

তিনি আরও বলেন, “আহ্বায়ক কমিটিতে যারা নিষ্ক্রিয়, তাদের নাম ৫-৬ দিনের মধ্যে তালিকাভুক্ত করা হবে এবং তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। ত্যাগী ও পরীক্ষিত নেতাদেরই মূল্যায়ন করা হবে। কমিটি হবে কেবলমাত্র রানিং শিক্ষার্থীদের নিয়ে।”

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতির ছাত্রত্ব নিয়ে প্রশ্ন তুলে রাকিব বলেন, “বর্তমান কেন্দ্রীয় সভাপতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০০৮-০৯ সেশনের শিক্ষার্থী। তার এখনো ছাত্রত্ব কীভাবে থাকে? জামায়াতে ইসলামী যদি ছাত্রদলের বিরুদ্ধে কথা বলে, তবে তাদেরও উচিত নিজেদের সংগঠনের নেতাদের শিক্ষাবর্ষ ও ছাত্রত্ব নিয়ে স্পষ্ট ব্যাখ্যা দেওয়া।”

অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “জবি ছাত্রদল বহু নেতাকর্মীকে গুম ও খুনের শিকার হতে দেখেছে। আজও অনেকে নিখোঁজ রয়েছেন, আমরা এখনো তাদের লাশ খুঁজে পাইনি। আমাদের রাজনৈতিক অভিভাবক নিজে জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন।”

জনপ্রিয় সংবাদ

“হাসিনা চ্যাপ্টার ক্লোজড”—ঝিনাইদহে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর বক্তব্যে উত্তেজনা

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতির বয়স নিয়ে প্রশ্ন তুললেন ছাত্রদল সভাপতি

আপডেট সময় ০৮:৩৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫

ছাত্রলীগে ছাত্রশিবির নেতাদের পুনর্বাসনের অভিযোগ তুলেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে আয়োজিত ছাত্রদলের মাসব্যাপী ফরম বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অভিযোগ করেন।

রাকিব বলেন, “বর্তমান জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি ও সেক্রেটারির ছাত্রলীগ করার প্রমাণ আমাদের হাতে রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি সরাসরি ছাত্রলীগের কমিটিতে ছিল। ছাত্রলীগে পুনর্বাসনের মাধ্যমে ছাত্রশিবির আবার সক্রিয় হওয়ার চেষ্টা করছে। ভবিষ্যতে এমন হলে আমরা তা কোনোভাবেই মেনে নেব না।”

তিনি আরও বলেন, “আহ্বায়ক কমিটিতে যারা নিষ্ক্রিয়, তাদের নাম ৫-৬ দিনের মধ্যে তালিকাভুক্ত করা হবে এবং তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। ত্যাগী ও পরীক্ষিত নেতাদেরই মূল্যায়ন করা হবে। কমিটি হবে কেবলমাত্র রানিং শিক্ষার্থীদের নিয়ে।”

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতির ছাত্রত্ব নিয়ে প্রশ্ন তুলে রাকিব বলেন, “বর্তমান কেন্দ্রীয় সভাপতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০০৮-০৯ সেশনের শিক্ষার্থী। তার এখনো ছাত্রত্ব কীভাবে থাকে? জামায়াতে ইসলামী যদি ছাত্রদলের বিরুদ্ধে কথা বলে, তবে তাদেরও উচিত নিজেদের সংগঠনের নেতাদের শিক্ষাবর্ষ ও ছাত্রত্ব নিয়ে স্পষ্ট ব্যাখ্যা দেওয়া।”

অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “জবি ছাত্রদল বহু নেতাকর্মীকে গুম ও খুনের শিকার হতে দেখেছে। আজও অনেকে নিখোঁজ রয়েছেন, আমরা এখনো তাদের লাশ খুঁজে পাইনি। আমাদের রাজনৈতিক অভিভাবক নিজে জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন।”