ঢাকা ০৮:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

‘আমি ছাত্রদল সভাপতি’ বলেই পরীক্ষার হলে শিক্ষককে মারধর

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:০৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • ৫৮৯ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

বগুড়ার নন্দীগ্রামে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনায় মনসুর হোসেন ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি ফিরোজ আহমেদ শাকিলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে নন্দীগ্রাম সরকারি মহিলা কলেজ পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

জানা গেছে, পরীক্ষার নির্ধারিত সময় শেষ হলেও ২০৩ নম্বর কক্ষের পরীক্ষার্থী ফিরোজ আহমেদ শাকিল উত্তরপত্র জমা দিচ্ছিলেন না। হলগার্ড প্রভাষক ফেরদৌস আলী তাকে বারবার অনুরোধ করলে শাকিল ক্ষিপ্ত হয়ে নিজের ছাত্রদল সভাপতির পরিচয় দিয়ে উচ্চস্বরে চিৎকার করেন এবং প্রভাষককে মারধর করেন। এমনকি কেন্দ্রের বাইরে গিয়েও তাকে শারীরিকভাবে আক্রমণের হুমকি দেন।

ঘটনার পরপরই উপজেলা নির্বাহী অফিসার বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে জানান, ফিরোজ আহমেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, বিকেলে জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সোহান ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়—সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িত থাকার দায়ে ফিরোজ আহমেদ শাকিলকে মনসুর হোসেন ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতির পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

অন্তঃসত্ত্বা মায়ের ঝুলন্ত দেহ, পাশে গলাকাটা শিশু—ফরিদপুরে চাঞ্চল্য

‘আমি ছাত্রদল সভাপতি’ বলেই পরীক্ষার হলে শিক্ষককে মারধর

আপডেট সময় ১০:০৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫

বগুড়ার নন্দীগ্রামে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনায় মনসুর হোসেন ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি ফিরোজ আহমেদ শাকিলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে নন্দীগ্রাম সরকারি মহিলা কলেজ পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

জানা গেছে, পরীক্ষার নির্ধারিত সময় শেষ হলেও ২০৩ নম্বর কক্ষের পরীক্ষার্থী ফিরোজ আহমেদ শাকিল উত্তরপত্র জমা দিচ্ছিলেন না। হলগার্ড প্রভাষক ফেরদৌস আলী তাকে বারবার অনুরোধ করলে শাকিল ক্ষিপ্ত হয়ে নিজের ছাত্রদল সভাপতির পরিচয় দিয়ে উচ্চস্বরে চিৎকার করেন এবং প্রভাষককে মারধর করেন। এমনকি কেন্দ্রের বাইরে গিয়েও তাকে শারীরিকভাবে আক্রমণের হুমকি দেন।

ঘটনার পরপরই উপজেলা নির্বাহী অফিসার বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে জানান, ফিরোজ আহমেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, বিকেলে জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সোহান ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়—সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িত থাকার দায়ে ফিরোজ আহমেদ শাকিলকে মনসুর হোসেন ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতির পদ থেকে বহিষ্কার করা হয়েছে।