ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

“নিজের দল নিয়ে বলার সামর্থ্য না থাকলে চুপ থাকুন”— ছাত্রদল সভাপতিকে জবি শিবির সভাপতির খোঁচা

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:৫৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • ৫৪৭ বার পড়া হয়েছে

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবকে উদ্দেশ্য করে কড়া বক্তব্য দিয়েছেন জবি শিবিরের সভাপতি আসাদুল ইসলাম। বৃহস্পতিবার (২৬ জুন) রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে আসাদুল ইসলাম লিখেছেন, ‘একটা বৃহৎ, ত্যাগী ও আদর্শভিত্তিক ছাত্রসংগঠনের নেতৃত্ব থেকে ছাত্রসমাজ দায়িত্বশীল বক্তব্য প্রত্যাশা করে। কিন্তু যখন অযোগ্য কাউকে ধরে এনে নেতৃত্বে বসানো হয়, তখন তার কাছ থেকে দায়িত্বশীলতা আশা করাটাই বোকামি— আজ আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এসে তা প্রমাণ করেছেন।’

তিনি আরও লেখেন, ‘নিজের দল ও আদর্শ নিয়ে কিছু বলার সামর্থ্য না থাকলে অন্তত চুপ থাকুন।’

শিবির নেতার এমন বক্তব্যকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতিতে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে ছাত্রদলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনেকে সামাজিক মাধ্যমে এ নিয়ে মতামত প্রকাশ করছেন। কেউ কেউ একে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত মন্তব্য হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন— এমন বাকবিতণ্ডা শিক্ষাঙ্গনের পরিবেশের জন্য ক্ষতিকর।

 

জনপ্রিয় সংবাদ

“হাসিনা চ্যাপ্টার ক্লোজড”—ঝিনাইদহে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর বক্তব্যে উত্তেজনা

“নিজের দল নিয়ে বলার সামর্থ্য না থাকলে চুপ থাকুন”— ছাত্রদল সভাপতিকে জবি শিবির সভাপতির খোঁচা

আপডেট সময় ১১:৫৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবকে উদ্দেশ্য করে কড়া বক্তব্য দিয়েছেন জবি শিবিরের সভাপতি আসাদুল ইসলাম। বৃহস্পতিবার (২৬ জুন) রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে আসাদুল ইসলাম লিখেছেন, ‘একটা বৃহৎ, ত্যাগী ও আদর্শভিত্তিক ছাত্রসংগঠনের নেতৃত্ব থেকে ছাত্রসমাজ দায়িত্বশীল বক্তব্য প্রত্যাশা করে। কিন্তু যখন অযোগ্য কাউকে ধরে এনে নেতৃত্বে বসানো হয়, তখন তার কাছ থেকে দায়িত্বশীলতা আশা করাটাই বোকামি— আজ আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এসে তা প্রমাণ করেছেন।’

তিনি আরও লেখেন, ‘নিজের দল ও আদর্শ নিয়ে কিছু বলার সামর্থ্য না থাকলে অন্তত চুপ থাকুন।’

শিবির নেতার এমন বক্তব্যকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতিতে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে ছাত্রদলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনেকে সামাজিক মাধ্যমে এ নিয়ে মতামত প্রকাশ করছেন। কেউ কেউ একে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত মন্তব্য হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন— এমন বাকবিতণ্ডা শিক্ষাঙ্গনের পরিবেশের জন্য ক্ষতিকর।