বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতারা সকলেই নিয়মিত শিক্ষার্থী—এমন দাবি করেছেন সংগঠনটির কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম। ছাত্রশিবির সভাপতির ছাত্রত্ব নিয়ে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের এক মন্তব্যের জবাবে বৃহস্পতিবার (২৬ জুন) গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ বক্তব্য দেন।
সাদ্দাম বলেন, “বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরে অছাত্রের কোনো স্থান নেই। যারা কেন্দ্রীয় কমিটিতে দায়িত্বে রয়েছেন, তারা সকলে এখনো নিয়মিত ক্লাস করেন এবং পরীক্ষায় অংশগ্রহণ করেন। ছাত্র ছাড়া শিবির করা কোনো সুযোগ নেই।”
তিনি আরও বলেন, “আমাদের সংগঠনে সদস্যদের অ্যাকাডেমিক কার্যক্রম অব্যাহত রাখার বিষয়ে কঠোর নির্দেশনা রয়েছে। সাংগঠনিক দায়িত্ব পালনের পাশাপাশি সবারই পড়াশোনায় সক্রিয় থাকতে হয়। কেন্দ্রীয় সভাপতি নিজেও প্রতিদিন ক্লাস করেন।”
শিক্ষা কার্যক্রমে সম্পৃক্ততা নিশ্চিত করতে ছাত্রশিবিরের ভেতরে আলাদা বিভাগও কাজ করছে বলে জানান তিনি। “আমরা চাই না আমাদের সদস্যরা পড়াশোনায় পিছিয়ে পড়ুক। এজন্য সংগঠনের মধ্যে নির্দিষ্ট একটি ইউনিট রয়েছে যারা একাডেমিক অগ্রগতি পর্যবেক্ষণ করে,”—বলেন সাদ্দাম।