কুষ্টিয়ার কুমারখালী উপজেলা শাখা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমন্বয় কমিটিতে একটি গুরুত্বপূর্ণ পদে সাবেক ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান আলীর নিয়োগ নিয়ে স্থানীয় পর্যায়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে।
গত শনিবার (২১ জুন) এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর স্বাক্ষরিত ১২ সদস্যের কমিটিতে আসাদুজ্জামান আলীকে যুগ্ম সমন্বয়কারী পদে মনোনীত করা হয়। তিনি কুমারখালী পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
আসাদুজ্জামান আলীর বিরুদ্ধে রয়েছে একাধিক অভিযোগ। স্থানীয়দের অভিযোগ, পদ পাওয়ার পর তিনি বেপরোয়া হয়ে ওঠেন। তার বিরুদ্ধে চাঁদাবাজি, মামলা ও সেল্টার বাণিজ্য, ঘুষ গ্রহণসহ নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। শুধু তিনি নন, তার বাবা আবদুর সামাদ পাখির বিরুদ্ধেও রয়েছে অপকর্মের নানা অভিযোগ।
এনসিপির মতো একটি উদীয়মান রাজনৈতিক প্ল্যাটফর্মে এমন বিতর্কিত ব্যক্তিকে নেতৃত্বে আনা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। অনেকে বলছেন, এ ধরনের পদবন্টন সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করবে।
তবে আসাদুজ্জামান আলী সব অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, এসব তার বিরুদ্ধে ষড়যন্ত্র।