ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান সামরিক অভিযানে নতুন করে বড় ধাক্কা খেল ইসরায়েল। গাজার উত্তর, কেন্দ্র ও দক্ষিণাঞ্চলে হামাসের টানা রকেট ও গেরিলা হামলায় গত তিন দিনে অন্তত ১৫ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
কাতারভিত্তিক আলজাজিরা শুক্রবার (২৭ জুন) জানায়, উত্তর গাজার তুফাহ এলাকায় ইসরায়েলি বাহিনীর একটি সাঁজোয়া যানকে লক্ষ্য করে বিস্ফোরক রকেট ছোড়ে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড। এতে গাড়িতে থাকা ১৭ জন সেনার মধ্যে ৭ জন নিহত ও ১০ জন আহত হন।
তুরস্কের আনাদোলু এজেন্সি জানায়, বৃহস্পতিবার গাজার কেন্দ্রীয় শহর গাজা সিটিতে আল কাসামের হামলায় আরও এক সেনা নিহত হন। ওই দিন হামাস যোদ্ধারা ইসরায়েলি বাহিনীর দুইটি মেরকাভা ট্যাংক, একটি সাঁজোয়া যান ও একটি বুলডোজার ধ্বংস করে।
তার আগের দিন বুধবার, দক্ষিণ গাজার খান ইউনিস এলাকায় গুলিবর্ষণ ও রকেট হামলায় আরও ৭ জন ইসরায়েলি সেনা নিহত হন, যাদের মধ্যে একজন লেফটেন্যান্ট পদমর্যাদার কর্মকর্তা ছিলেন।
ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স জানায়, গত মার্চে যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েল গাজায় অভিযান পুনরায় শুরু করার পর এই প্রথম এত কম সময়ের ব্যবধানে এত বেশি সংখ্যক সেনা নিহত হলো।