চব্বিশের গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দোসরদের বিরুদ্ধে ছাত্র-জনতার ক্ষোভ ও প্রতিরোধকে ‘মব’ বলে অভিহিত করার মধ্যে ফ্যাসিস্টদের গভীর ষড়যন্ত্র রয়েছে বলে মন্তব্য করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শুক্রবার (২৭ জুন) সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, “অন্তর্বর্তী সরকার ফ্যাসিবাদ নির্মূলের দায়িত্ব নেওয়ার পরও শেখ হাসিনার দোসরদের অনেকেই এখনো গ্রেপ্তার হয়নি। সরকার অনেক ক্ষেত্রে ব্যর্থ হলেও ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতা চুপ করে বসে নেই। যেখানে প্রশাসন ব্যর্থ, সেখানে ছাত্র-জনতা এগিয়ে আসবে।”
হেফাজতের বিবৃতিতে অভিযোগ করা হয়, “জুলাইয়ের গণপ্রতিরোধ সফল হলেও এখনো পূর্ণরূপে জুলাই বিপ্লব অর্জিত হয়নি। ভবিষ্যতে যারা ফ্যাসিস্ট হতে চাইবে, তাদের জন্য এই ছাত্র-জনতা অশনিসংকেত। ফলে, এই বিপ্লবী শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্রও অব্যাহত রয়েছে।”
সংগঠনটি আরো বলেছে, “ছাত্র-জনতার মধ্যে বিভেদ তৈরি করে এ প্রতিরোধকে দুর্বল করতে চাইছে একটি মহল। তাই প্রয়োজন সর্বস্তরের ছাত্র-জনতার ঐক্য। বিভক্তি নয়, ঐক্যই পারে ষড়যন্ত্র রুখে দিতে।”
হেফাজত বিবৃতির মাধ্যমে সবাইকে সতর্ক থাকার এবং ঐক্যবদ্ধ থেকে ‘জুলাই বিপ্লব’ সম্পূর্ণ করার আহ্বান জানিয়েছে।