ঢাকা ১০:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে সরে দাঁড়ালেন মুখপাত্র উমামা ফাতেমা

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:৫৬:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • ৫৪৯ বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা এই প্ল্যাটফর্ম থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। শুক্রবার (২৭ জুন) রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

পোস্টে উমামা লেখেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি কেন্দ্রীয় কাউন্সিল হয়েছে গত পরশু। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর সাথে আমার আনুষ্ঠানিক যাত্রা এখানেই শেষ হলো।”

তিনি জানান, এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) গঠনের পর জুলাইয়ের ‘অসমাপ্ত কাজগুলোর দায়বদ্ধতা’ থেকে এই ব্যানার নিয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে ব্যানারটিকে দলীয় প্রেসক্রিপশন ও লেজুড় রাজনীতি থেকে মুক্ত রেখে স্বাধীনভাবে পরিচালনার চেষ্টা করায় তাকে নানা ধরনের চাপের মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

উমামা বলেন, “আমার উপর অনলাইন, অফলাইনে ভয়াবহ চাপ সৃষ্টি করা হয় যাতে আমি এই ব্যানার নিয়ে কাজ না করি। আমি চ্যালেঞ্জ হিসেবেই ব্যানারকে সচল রাখার চেষ্টা করেছিলাম।”

তিনি অভিযোগ করেন, যারা তার সহযোদ্ধা হিসেবে পাশে ছিলেন, তারাই পরবর্তীতে জুনিয়রদের ব্যবহার করে তার বিরুদ্ধে ‘smear campaign’ চালিয়েছেন।

উমামা আরও বলেন, “মার্চ-এপ্রিল মাসে এই প্ল্যাটফর্ম নিয়ে কাজ করতে গিয়ে দেখেছি, পোকার মতো ভিতর থেকে প্ল্যাটফর্মটিকে সুবিধাবাদীরা খেয়ে ফেলেছে।”

তবে তিনি স্বীকার করেন, বিভিন্ন শাখা কমিটিতে অনেক উদ্যমী ও সদিচ্ছার মানুষ ছিলেন, যারা পরিবর্তনের স্বপ্ন নিয়ে এসেছিলেন, কিন্তু তারাও সুবিধাবাদীদের সামনে জায়গা করতে পারেননি।

নিজের সিদ্ধান্ত সম্পর্কে উমামা বলেন, বর্তমানে তিনি আনুষ্ঠানিকভাবে না থাকলেও ব্যক্তিগতভাবে সংশ্লিষ্টদের পরামর্শ ও সহায়তা দিয়ে যাবেন।

তার এই ঘোষণায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভবিষ্যৎ নেতৃত্ব ও অভ্যন্তরীণ সংকট নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

 

জনপ্রিয় সংবাদ

“হাসিনা চ্যাপ্টার ক্লোজড”—ঝিনাইদহে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর বক্তব্যে উত্তেজনা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে সরে দাঁড়ালেন মুখপাত্র উমামা ফাতেমা

আপডেট সময় ০৯:৫৬:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা এই প্ল্যাটফর্ম থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। শুক্রবার (২৭ জুন) রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

পোস্টে উমামা লেখেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি কেন্দ্রীয় কাউন্সিল হয়েছে গত পরশু। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর সাথে আমার আনুষ্ঠানিক যাত্রা এখানেই শেষ হলো।”

তিনি জানান, এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) গঠনের পর জুলাইয়ের ‘অসমাপ্ত কাজগুলোর দায়বদ্ধতা’ থেকে এই ব্যানার নিয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে ব্যানারটিকে দলীয় প্রেসক্রিপশন ও লেজুড় রাজনীতি থেকে মুক্ত রেখে স্বাধীনভাবে পরিচালনার চেষ্টা করায় তাকে নানা ধরনের চাপের মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

উমামা বলেন, “আমার উপর অনলাইন, অফলাইনে ভয়াবহ চাপ সৃষ্টি করা হয় যাতে আমি এই ব্যানার নিয়ে কাজ না করি। আমি চ্যালেঞ্জ হিসেবেই ব্যানারকে সচল রাখার চেষ্টা করেছিলাম।”

তিনি অভিযোগ করেন, যারা তার সহযোদ্ধা হিসেবে পাশে ছিলেন, তারাই পরবর্তীতে জুনিয়রদের ব্যবহার করে তার বিরুদ্ধে ‘smear campaign’ চালিয়েছেন।

উমামা আরও বলেন, “মার্চ-এপ্রিল মাসে এই প্ল্যাটফর্ম নিয়ে কাজ করতে গিয়ে দেখেছি, পোকার মতো ভিতর থেকে প্ল্যাটফর্মটিকে সুবিধাবাদীরা খেয়ে ফেলেছে।”

তবে তিনি স্বীকার করেন, বিভিন্ন শাখা কমিটিতে অনেক উদ্যমী ও সদিচ্ছার মানুষ ছিলেন, যারা পরিবর্তনের স্বপ্ন নিয়ে এসেছিলেন, কিন্তু তারাও সুবিধাবাদীদের সামনে জায়গা করতে পারেননি।

নিজের সিদ্ধান্ত সম্পর্কে উমামা বলেন, বর্তমানে তিনি আনুষ্ঠানিকভাবে না থাকলেও ব্যক্তিগতভাবে সংশ্লিষ্টদের পরামর্শ ও সহায়তা দিয়ে যাবেন।

তার এই ঘোষণায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভবিষ্যৎ নেতৃত্ব ও অভ্যন্তরীণ সংকট নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।