সম্মাননা গ্রহণের অনুষ্ঠান বাতিল করে প্রয়াত সহযোদ্ধা মনু মিয়ার জানাজায় অংশ নিলেন মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব খায়রুল বাসার।
শনিবার (২৮ জুন) দুপুরে ঢাকায় আয়োজিত একটি রাষ্ট্রীয় পর্যায়ের পুরস্কার বিতরণীতে অংশ নেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তিনি সিদ্ধান্ত বদলে বরিশালে চলে যান। সেখানেই অনুষ্ঠিত হয় দীর্ঘদিনের সহকর্মী মনু মিয়ার জানাজা।
খায়রুল বাসার বলেন, “পুরস্কার পরে আসবে, আগে মানুষের পাশে থাকা দরকার। মনু ভাই ছিলেন শুধু সহযোদ্ধা নন, তিনি ছিলেন আমার অনুপ্রেরণার উৎস। তাঁর জানাজায় না গিয়ে সম্মাননা নিলে আমি নিজেকেই মাফ করতে পারতাম না।”
বাসারের এই মানবিক সিদ্ধান্ত সামাজিক মাধ্যমে প্রশংসার জোয়ার বইয়ে দিয়েছে। অনেকেই লিখেছেন— “এটাই প্রকৃত সম্মান, যেখানে মানুষ-সম্পর্কের মর্যাদা পুরস্কারের চেয়েও বড়।”
মনু মিয়া একজন প্রবীণ সাংস্কৃতিক কর্মী ও মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। তার জানাজায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ ছুটে আসেন।