ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ফজর আলী আগে আ. লীগ করত: মুরাদনগরের ঘটনায় আরো যা বললেন পিনাকী

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:৪৫:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
  • ৫২৫ বার পড়া হয়েছে

এবার অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য বলেছেন, কুমিল্লায় মুরাদনগরে ধর্ষণের ঘটনায় এটির ভয়াবহতা, ভুক্তভোগীর নিরাপত্তা এবং বিচারের দিকে মনোযোগ দেওয়া সবচেয়ে জরুরী। পাশাপাশি ফজর আলীর রাজনৈতিক ব্যাক আপ জানারও দরকার আছে কিন্তু সেটি যেন ভুক্তভোগীর এই মুহূর্তের জরুরতকে ছাপিয়ে না যায়।

আজ রবিবার (২৯ জুন) রাতে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজ থেকে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন। আজ রবিবার ভোর ৫টার দিকে রাজধানীর সায়েদাবাদ এলাকা থেকে কুমিল্লার মুরাদনগরে ঘরের দরজা ভেঙে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ফজর আলীকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

পিনাকী ভট্টাচার্য ওই পোস্টে উল্লেখ করেন, ‘ফজর আলী আগে আওয়ামী লীগ করত সেটি নিয়ে কারো মধ্যে দ্বিমত নেই। তবে ৫ আগস্টের পর সে কাদের ইশারায় কাদের ব্যাক আপে এলাকায় আছে সেটি জানা তো আহামরি কঠিন কিছু না। ব্যাকআপ না থাকলে তো সে লীগ হিসেবেই এক প্রকার দৌড়ের ওপর থাকত।’

তিনি আরো বলেন, ‘সর্বোপরি এই ঘটনায় ভুক্তভোগী আমাদের বোন ও তার পরিবারের পাশে দাঁড়াতে স্থানীয় মুসলিম সম্প্রদায়সহ সবাইকে আহ্বান করছি।

বিশেষ করি এটি আমাদের ছাত্র উপদেষ্টা আসিফ এবং বিএনপির সিনিয়র নেতা কায়কোবাদ সাহেবের এলাকা। তাদের উভয়ের উচিৎ দ্রুত ভুক্তভোগীর পরিবারের পাশে দাঁড়ানো। ফজর আলীকে ইউনিয়ন কিংবা উপজেলা বিএনপির কেউ ৫ তারিখের পর শেল্টার দিচ্ছে সেটি প্রমাণিত হলে দ্রুত সবার বিরুদ্ধে বিএনপির সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে।’

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে বিএনপির কাউন্সিলে জাল ভোটকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩

ফজর আলী আগে আ. লীগ করত: মুরাদনগরের ঘটনায় আরো যা বললেন পিনাকী

আপডেট সময় ১১:৪৫:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫

এবার অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য বলেছেন, কুমিল্লায় মুরাদনগরে ধর্ষণের ঘটনায় এটির ভয়াবহতা, ভুক্তভোগীর নিরাপত্তা এবং বিচারের দিকে মনোযোগ দেওয়া সবচেয়ে জরুরী। পাশাপাশি ফজর আলীর রাজনৈতিক ব্যাক আপ জানারও দরকার আছে কিন্তু সেটি যেন ভুক্তভোগীর এই মুহূর্তের জরুরতকে ছাপিয়ে না যায়।

আজ রবিবার (২৯ জুন) রাতে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজ থেকে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন। আজ রবিবার ভোর ৫টার দিকে রাজধানীর সায়েদাবাদ এলাকা থেকে কুমিল্লার মুরাদনগরে ঘরের দরজা ভেঙে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ফজর আলীকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

পিনাকী ভট্টাচার্য ওই পোস্টে উল্লেখ করেন, ‘ফজর আলী আগে আওয়ামী লীগ করত সেটি নিয়ে কারো মধ্যে দ্বিমত নেই। তবে ৫ আগস্টের পর সে কাদের ইশারায় কাদের ব্যাক আপে এলাকায় আছে সেটি জানা তো আহামরি কঠিন কিছু না। ব্যাকআপ না থাকলে তো সে লীগ হিসেবেই এক প্রকার দৌড়ের ওপর থাকত।’

তিনি আরো বলেন, ‘সর্বোপরি এই ঘটনায় ভুক্তভোগী আমাদের বোন ও তার পরিবারের পাশে দাঁড়াতে স্থানীয় মুসলিম সম্প্রদায়সহ সবাইকে আহ্বান করছি।

বিশেষ করি এটি আমাদের ছাত্র উপদেষ্টা আসিফ এবং বিএনপির সিনিয়র নেতা কায়কোবাদ সাহেবের এলাকা। তাদের উভয়ের উচিৎ দ্রুত ভুক্তভোগীর পরিবারের পাশে দাঁড়ানো। ফজর আলীকে ইউনিয়ন কিংবা উপজেলা বিএনপির কেউ ৫ তারিখের পর শেল্টার দিচ্ছে সেটি প্রমাণিত হলে দ্রুত সবার বিরুদ্ধে বিএনপির সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে।’