ভারতের পাঞ্জাবের ফিরোজপুরে ক্রিকেট খেলতে গিয়ে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন তরুণ ক্রিকেটার হরজিত সিং। স্থানীয় ডিএভি স্কুলের মাঠে চলমান একটি ম্যাচে ব্যাটিং করছিলেন তিনি। বল খেলার সময় এক অসাধারণ ছক্কা মারার পর হঠাৎই ঘটে এই দুর্ঘটনা।
ছক্কা মারার পর তিনি পিচের মাঝখানে হাঁটতে হাঁটতে এগিয়ে যান এবং পরবর্তী বলের জন্য প্রস্তুত হচ্ছিলেন। ঠিক সেই সময়েই হঠাৎ করে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। উপস্থিত খেলোয়াড়রা তৎক্ষণাৎ তার কাছে গিয়ে সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন) দেওয়ার চেষ্টা করেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। হৃদরোগে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন এই উদীয়মান ক্রিকেটার।
স্থানীয় সূত্রে জানা গেছে, হরজিত সিং নিয়মিত খেলাধুলার সঙ্গে যুক্ত ছিলেন এবং এলাকায় একজন প্রতিভাবান ক্রিকেটার হিসেবে পরিচিত ছিলেন। তার এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।