যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া শহরের ওয়েস্ট ব্রিস্টল স্ট্রিটে একটি ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি ভবন ধসে পড়েছে। এতে প্রাণ হারিয়েছেন একজন এবং গুরুতর আহত হয়েছেন দুইজন বয়স্ক নারী। স্থানীয় সময় রোববার (২৯ জুন) ভোরে এ মর্মান্তিক ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে ফিলাডেলফিয়া দমকল বিভাগ। খবর এনবিসি নিউজের।
দমকল বাহিনী জানায়, ভোর ৪টা ৫০ মিনিটে তারা ‘১৯০০ ওয়েস্ট ব্রিস্টল স্ট্রিট’-এ বিস্ফোরণের খবর পান। সঙ্গে সঙ্গে তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
ফিলাডেলফিয়া দমকল বিভাগের ভারপ্রাপ্ত নির্বাহী প্রধান ড্যানিয়েল ম্যাককার্টি বলেন, “একই সারিতে অবস্থিত তিনটি বাড়িতে বিস্ফোরণ ঘটে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। এরপরই ভবনগুলো ধসে পড়ে। তখন ভেতরে কয়েকজন আটকে পড়েছিলেন।”
দমকলকর্মীরা ধ্বংসস্তূপ থেকে দুইজন বয়স্ক নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠান, যাদের একজনের অবস্থা আশঙ্কাজনক। পরে উদ্ধারকারী দল ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করে।
ম্যাককার্টি আরও জানান, বিস্ফোরণের কেন্দ্রস্থলের কাছেই আরও একটি ধসের ঘটনা ঘটে, এতে আরও পাঁচটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
তবে এই বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। দমকল বিভাগ বলছে, তদন্ত চলছে এবং সব দিক খতিয়ে দেখা হচ্ছে।
এই ঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। দমকল ও জরুরি সেবা বিভাগ পুরো এলাকা ঘিরে রেখেছে, যাতে আরও ক্ষয়ক্ষতি ঠেকানো যায়।
সূত্র: এনবিসি নিউজ