বলিউডের জনপ্রিয় অভিনেত্রী বিপাশা বসু সম্প্রতি একটি সাক্ষাৎকারে স্মৃতিচারণ করলেন ২০১২ সালের সিনেমা ‘জোরি ব্রেকার’-এর শুটিংয়ের সময়কার এক অপ্রত্যাশিত ও অস্বস্তিকর মুহূর্ত নিয়ে। ছবিতে বিপাশার বিপরীতে ছিলেন অভিনেতা আর মাধবন, যাঁর সঙ্গে একটি চুম্বনের দৃশ্য ছিল।
বিপাশা জানান, সেই দৃশ্যের আগে তিনি দ্বিধায় ছিলেন। কারণ, মাধবনের স্ত্রী সারিতা তার ঘনিষ্ঠ বন্ধু। বিষয়টি তার কাছে সংবেদনশীল ছিল। তবে পরিচালক বারবার অনুরোধ করে দৃশ্যটির প্রয়োজনীয়তা বোঝালে, শেষ পর্যন্ত তিনি অভিনয়ে সম্মত হন।
তবে সমস্যার সূত্রপাত হয় দৃশ্যটি শেষ হওয়ার পর। বিপাশা বলেন, “চুম্বনের দৃশ্য করার পর আমি সঙ্গে সঙ্গে নিজের ঘরে চলে যাই। গা গুলিয়ে উঠছিল, একটা অদ্ভুত অসুস্থ অনুভব হচ্ছিল।” পরে তিনি জানতে পারেন, শুটিংয়ের আগে মাধবন পেঁয়াজযুক্ত খাবার খেয়েছিলেন—আর সেখান থেকেই আসে ওই তীব্র গন্ধ, যা তাকে অস্বস্তিতে ফেলে।
বিপাশা অবশ্য এটিকে হাস্যরসাত্মক ও মানবিক অভিজ্ঞতা হিসেবে তুলে ধরেছেন। বিষয়টি তাদের ব্যক্তিগত সম্পর্কের ওপর কোনো প্রভাব ফেলেনি। তিনি বলেন, “মাধবনের সঙ্গে আমার এখনও খুব ভালো সম্পর্ক, আমরা আজও নিয়মিত যোগাযোগ রাখি।”
ঘটনাটি প্রমাণ করে, অভিনয়ের জগতে কখনও কখনও কেমন মানসিক ও শারীরিক প্রস্তুতি নিতে হয় শিল্পীদের। এবং সেইসঙ্গে, ক্যামেরার পেছনের গল্পগুলো যে সবসময় এতটাই গ্ল্যামারাস হয় না, সেটিও মনে করিয়ে দেয় এই অভিজ্ঞতা।