সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ধর্ম বিষয়ক সম্পাদক শরীফ উদ্দিন সরকারকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদ। সোমবার (৩০ জুন) ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারাদেশের কথা জানানো হয়।
যদিও বিজ্ঞপ্তিতে বহিষ্কারের নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি, তবে সংগঠনের একাধিক সূত্র জানিয়েছে, ২০১৮ সালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের একটি ইসলামি সংগীতচিত্রে ‘পদ্মা মেঘনা যমুনার তীরে’ মডেল হিসেবে অংশগ্রহণ করাই শরীফের বিরুদ্ধে এই চূড়ান্ত সিদ্ধান্তের অন্যতম কারণ।
বিজ্ঞপ্তিতে ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে জানানো হয়। একইসঙ্গে ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের শরীফের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বহিষ্কৃত শরীফ উদ্দিন সরকার ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ধর্ম বিষয়ক সম্পাদক এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখার ১ নম্বর যুগ্ম সম্পাদক। তিনি ২০১৭–১৮ শিক্ষাবর্ষের আরবি বিভাগের শিক্ষার্থী।
বহিষ্কার সংক্রান্ত বিষয়ে শরীফ উদ্দিন সরকারের মন্তব্য জানতে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
ছাত্রদলের অভ্যন্তরীণ সূত্রমতে, সাম্প্রতিক সময়ে সংগঠনের ভেতরে ইতিহাস ও মতাদর্শভিত্তিক পরিচয় প্রশ্নে বিরোধ বাড়ছে। বিশেষত ইসলামি ভাবধারার সঙ্গে সংশ্লিষ্টতা নিয়ে ছাত্রদল শৃঙ্খলার প্রশ্নে আরও কঠোর হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।


























