আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এলাকাজুড়ে দেয়ালে দেয়ালে পোস্টার লাগানোর ঘটনায় এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
ঘটনাটি ঘটেছে দেশের উত্তরের এক জেলা শহরে। স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বিভিন্ন স্থানে দলীয় প্রচারণামূলক পোস্টার লাগানো হচ্ছিল। কিন্তু এসব পোস্টারের কিছুতে উসকানিমূলক ভাষা এবং রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য ছিল বলে অভিযোগ উঠে।
পুলিশ জানায়, তদন্তে দেখা যায় স্থানীয় ইউপি চেয়ারম্যানই এসব পোস্টার লাগানোর নির্দেশনা দিয়েছেন এবং পোস্টারের মুদ্রণেও অর্থায়ন করেছেন। পরে সোমবার গভীর রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
এক পুলিশ কর্মকর্তা বলেন, “এই পোস্টারগুলো এলাকায় উত্তেজনা তৈরি করছিল। আমরা তদন্ত করে দেখেছি, এসব প্রচারণার পেছনে ওই চেয়ারম্যানের প্রত্যক্ষ সম্পৃক্ততা রয়েছে। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
তবে গ্রেপ্তার চেয়ারম্যানের পরিবারের দাবি, তিনি রাজনৈতিকভাবে হয়রানির শিকার।