ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

‘আমার আব্বু কোথায়?’—পারভেজ কন্যার প্রশ্নে কাঁদলেন তারেক রহমান

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৮:০৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
  • ৫৬৮ বার পড়া হয়েছে

গুম হওয়া বিএনপি নেতা পারভেজ হোসেনের কন্যার হৃদয়বিদারক বক্তব্যে আবেগ ধরে রাখতে পারেননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শিশুকণ্ঠে বাবার ফিরে আসার আকুতি শুনে তিনি চোখ মুছতে মুছতে কান্নায় ভেঙে পড়েন।

মঙ্গলবার (১ জুলাই) লন্ডনে জাতীয় নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত একটি ভার্চুয়াল স্মরণানুষ্ঠানে পারভেজ হোসেনের শিশু কন্যা বলেন, “আমার আব্বুকে গুম করা হয়েছে। আমি শুধু জানতে চাই—আমার আব্বু কোথায়? তিনি কি বেঁচে আছেন? আমি শুধু তার গলার শব্দটা আবার শুনতে চাই।”

শিশুটির এই জিজ্ঞাসা পুরো অনুষ্ঠানজুড়ে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি করে। বক্তব্যের এক পর্যায়ে তারেক রহমানের মুখ ভার হয়ে আসে, চোখ দিয়ে গড়িয়ে পড়ে জল।

তারেক রহমান পরে বলেন, “একজন ছোট্ট শিশু তার বাবার সন্ধান চাইছে—এ যেন পুরো জাতির সামনে দাঁড় করানো এক বিবেকের আদালত। গুমের দায় কোনো রাজনৈতিক কৌশল নয়, এটি মানবতাবিরোধী অপরাধ। যারা এটি ঘটিয়েছে, একদিন তাদের জবাব দিতে হবে। ইনশাআল্লাহ, এই অন্যায়ের বিচার হবেই।”

উল্লেখ্য, পারভেজ হোসেন ২০১৩ সালে নিখোঁজ হন। পরিবার ও বিএনপির দাবি, তাকে আইনশৃঙ্খলা বাহিনী সাদা পোশাকে তুলে নিয়ে যায়। তবে দীর্ঘ ১১ বছরেও তার কোনো সন্ধান মেলেনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গুম-নিখোঁজ নেতাকর্মীদের পরিবার, মানবাধিকারকর্মী এবং বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ। সকলে গুমের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে আরও সোচ্চার হওয়ার আহ্বান জানান।

জনপ্রিয় সংবাদ

গণসংযোগে নিহত ১৫ মামলার আসামি সরওয়ার বিএনপির কেউ নন: আমীর খসরু

‘আমার আব্বু কোথায়?’—পারভেজ কন্যার প্রশ্নে কাঁদলেন তারেক রহমান

আপডেট সময় ০৮:০৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫

গুম হওয়া বিএনপি নেতা পারভেজ হোসেনের কন্যার হৃদয়বিদারক বক্তব্যে আবেগ ধরে রাখতে পারেননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শিশুকণ্ঠে বাবার ফিরে আসার আকুতি শুনে তিনি চোখ মুছতে মুছতে কান্নায় ভেঙে পড়েন।

মঙ্গলবার (১ জুলাই) লন্ডনে জাতীয় নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত একটি ভার্চুয়াল স্মরণানুষ্ঠানে পারভেজ হোসেনের শিশু কন্যা বলেন, “আমার আব্বুকে গুম করা হয়েছে। আমি শুধু জানতে চাই—আমার আব্বু কোথায়? তিনি কি বেঁচে আছেন? আমি শুধু তার গলার শব্দটা আবার শুনতে চাই।”

শিশুটির এই জিজ্ঞাসা পুরো অনুষ্ঠানজুড়ে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি করে। বক্তব্যের এক পর্যায়ে তারেক রহমানের মুখ ভার হয়ে আসে, চোখ দিয়ে গড়িয়ে পড়ে জল।

তারেক রহমান পরে বলেন, “একজন ছোট্ট শিশু তার বাবার সন্ধান চাইছে—এ যেন পুরো জাতির সামনে দাঁড় করানো এক বিবেকের আদালত। গুমের দায় কোনো রাজনৈতিক কৌশল নয়, এটি মানবতাবিরোধী অপরাধ। যারা এটি ঘটিয়েছে, একদিন তাদের জবাব দিতে হবে। ইনশাআল্লাহ, এই অন্যায়ের বিচার হবেই।”

উল্লেখ্য, পারভেজ হোসেন ২০১৩ সালে নিখোঁজ হন। পরিবার ও বিএনপির দাবি, তাকে আইনশৃঙ্খলা বাহিনী সাদা পোশাকে তুলে নিয়ে যায়। তবে দীর্ঘ ১১ বছরেও তার কোনো সন্ধান মেলেনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গুম-নিখোঁজ নেতাকর্মীদের পরিবার, মানবাধিকারকর্মী এবং বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ। সকলে গুমের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে আরও সোচ্চার হওয়ার আহ্বান জানান।