ঢাকা ০৮:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের ডাক খালেদা জিয়ার

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:৪৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
  • ৫৪১ বার পড়া হয়েছে

বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে হলেও ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি বলেছেন, “বীরের এই রক্তস্রোত, মায়ের অশ্রুধারা কোনোভাবেই যেন বৃথা না যায়, তা নিশ্চিত করতে হবে।”

জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তিতে শহীদ পরিবারের সদস্যদের নিয়ে আয়োজিত ‘গণ-অভ্যুত্থান ২০২৪, জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক এক অনুষ্ঠানে ভিডিও বার্তায় এসব কথা বলেন সাবেক প্রধানমন্ত্রী।

খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগ সরকারের শাসনামলে যারা গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছেন—তাদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন করতে হবে। পাশাপাশি, ২০২৪ সালের জুলাই গণ-আন্দোলনে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও বিচার নিশ্চিত করার দাবিও জানান তিনি।

তিনি বলেন, “প্রতিটি শহীদ পরিবারের সম্মানজনক পুনর্বাসন ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে। তাদের এই আত্মত্যাগ জাতি চিরকাল স্মরণে রাখবে।”

গণতন্ত্র পুনরুদ্ধারের প্রক্রিয়া প্রাতিষ্ঠানিক রূপ দিতে দ্রুত জাতীয় ঐক্যের ভিত্তিতে কাজ শুরু করার আহ্বান জানান খালেদা জিয়া। তিনি মনে করিয়ে দেন—এই দেশের গণতন্ত্র ও স্বাধিকারের প্রতিটি ধাপে তরুণ প্রজন্ম ও শহীদ পরিবারগুলোর আত্মত্যাগ অনস্বীকার্য।

জনপ্রিয় সংবাদ

তিতাসে গাঁজাসহ বাবা-ছেলে গ্রেপ্তার

বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের ডাক খালেদা জিয়ার

আপডেট সময় ১০:৪৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫

বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে হলেও ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি বলেছেন, “বীরের এই রক্তস্রোত, মায়ের অশ্রুধারা কোনোভাবেই যেন বৃথা না যায়, তা নিশ্চিত করতে হবে।”

জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তিতে শহীদ পরিবারের সদস্যদের নিয়ে আয়োজিত ‘গণ-অভ্যুত্থান ২০২৪, জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক এক অনুষ্ঠানে ভিডিও বার্তায় এসব কথা বলেন সাবেক প্রধানমন্ত্রী।

খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগ সরকারের শাসনামলে যারা গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছেন—তাদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন করতে হবে। পাশাপাশি, ২০২৪ সালের জুলাই গণ-আন্দোলনে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও বিচার নিশ্চিত করার দাবিও জানান তিনি।

তিনি বলেন, “প্রতিটি শহীদ পরিবারের সম্মানজনক পুনর্বাসন ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে। তাদের এই আত্মত্যাগ জাতি চিরকাল স্মরণে রাখবে।”

গণতন্ত্র পুনরুদ্ধারের প্রক্রিয়া প্রাতিষ্ঠানিক রূপ দিতে দ্রুত জাতীয় ঐক্যের ভিত্তিতে কাজ শুরু করার আহ্বান জানান খালেদা জিয়া। তিনি মনে করিয়ে দেন—এই দেশের গণতন্ত্র ও স্বাধিকারের প্রতিটি ধাপে তরুণ প্রজন্ম ও শহীদ পরিবারগুলোর আত্মত্যাগ অনস্বীকার্য।