কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী ও ইসলামি বক্তা মুফতি আমির হামজা বলেছেন, তার বিরুদ্ধে নারীঘটিত বিষয় নিয়ে প্রচার চালানো হলেও তিনি এসবকে ভোটের জন্য ভয় পান না। মঙ্গলবার (১ জুলাই) কুষ্টিয়া শহরের একটি রেস্টুরেন্টে জাতীয় একটি পত্রিকার মাল্টিমিডিয়া শাখার প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমির হামজা বলেন, “আমার নামে কয়েক দিন ধরে এমন কিছু চলছে, নির্বাচনের নমিনেশন ঘোষণার আগেও যা কল্পনায় ছিল না। তারা এমনও প্রচার করার চেষ্টা করছে নারীঘটিত বিষয় নিয়ে প্রচার হলে আমার ভোট কমে যাবে। কিন্তু আমি কি পাস করার জন্য দাঁড়িয়েছি? দল আমাকে দাঁড় করিয়েছে। জনগণ যদি মনে করে আমাকে ভোট দেবে, আর যদি আমার থেকেও গ্রহণযোগ্য কেউ থাকে, তাকেই বেছে নেবে।”
নিজ দল জামায়াতে ইসলামী প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের আমির সাহেব ঘোষণা দিয়েছেন, জামায়াতে যদি কোনো প্রার্থী নির্বাচিত হয়ে ৫ বছর আগে থেকে পরে এক টাকাও বেশি করে, তাহলে দল তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। বাংলাদেশের অন্য রাজনৈতিক দলগুলো এমন ঘোষণা দিলে অনেক দল ভোটে দাঁড়াত না। এ ধরনের শব্দ প্রত্যেক দলের ভেতর থেকে আসা উচিত।”
সংবাদকর্মীদের মর্যাদা নিয়ে তিনি বলেন, “বাইরের দেশের তুলনায় বাংলাদেশ ও ভারতের সাংবাদিকদের তেমন মর্যাদা নেই বললেই চলে। এদের মর্যাদায় গুরুত্ব দেওয়া দরকার।”
তিনি আরও বলেন, “হাতে কলম থাকলে যা খুশি তা লেখা যাবে না। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কিছু বলার আগে তথ্য শতভাগ সঠিক হওয়া উচিত।”
অনুষ্ঠানে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু, এডিটরস ফোরাম কুষ্টিয়ার সভাপতি মুজিবুল শেখ, সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ এনামুল হক, বাংলাভিশনের প্রতিনিধি হাসান আলী, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি খালেদ সাইফুলসহ জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।