ঢাকা ১১:৫০ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

১০ জনের দলে যৌন হয়রানি—এনসিপিকে ইঙ্গিত করে রুমিন ফারহানার তীর্যক মন্তব্য

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:০৬:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
  • ৫৮৪ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-কে ইঙ্গিত করে বিএনপির সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, “১০ জন নেতার একটা দল, সেখানেও যৌন হয়রানি থেকে রেহাই পায় না দলের নেত্রী, নিজের দলের অতি পরিচিত জ্ঞানী নেতার হাত থেকেই।”

সম্প্রতি একটি টেলিভিশন টক শোতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে এনসিপির নেতা আরিফুল ইসলাম আদীব এর প্রশ্নের জবাবে তিনি এই বক্তব্য দেন।

রুমিন ফারহানা বলেন, “বিএনপি খারাপ—এই কথা আমরা অনেক শুনি। এনসিপির মুখেই শুনি—বিএনপি নিজেদের মধ্যে মারামারি করে, চাঁদাবাজি করে, নির্বাচনে কারচুপির চেষ্টা করে। এসব কথার তালিকা সবার জানা।”

তিনি আরও বলেন, “কিন্তু যারা বিএনপিকে ঘায়েল করতে গিয়ে নিজেদের মধ্যেই এমন অভিযোগে জড়ায়, তাদের অবস্থান ও নৈতিকতা নিয়েও প্রশ্ন ওঠে।”

বক্তব্যে তিনি বিএনপির বিরুদ্ধে প্রচার চালানোর প্রবণতা ও নবগঠিত দলগুলোর নিজেদের অভ্যন্তরীণ সংকটকে সামনে টেনে এনে রাজনৈতিক দ্বিচারিতার চিত্র তুলে ধরেন।

এ বক্তব্য ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এনসিপির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানা যায়নি।

 

জনপ্রিয় সংবাদ

মাদুরাইয়ে ৪ লাখ মানুষের সমাবেশে থালাপাতি বিজয়, বিজেপিকে আখ্যা দিলেন ‘আদর্শিক শত্রু’

১০ জনের দলে যৌন হয়রানি—এনসিপিকে ইঙ্গিত করে রুমিন ফারহানার তীর্যক মন্তব্য

আপডেট সময় ০৯:০৬:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-কে ইঙ্গিত করে বিএনপির সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, “১০ জন নেতার একটা দল, সেখানেও যৌন হয়রানি থেকে রেহাই পায় না দলের নেত্রী, নিজের দলের অতি পরিচিত জ্ঞানী নেতার হাত থেকেই।”

সম্প্রতি একটি টেলিভিশন টক শোতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে এনসিপির নেতা আরিফুল ইসলাম আদীব এর প্রশ্নের জবাবে তিনি এই বক্তব্য দেন।

রুমিন ফারহানা বলেন, “বিএনপি খারাপ—এই কথা আমরা অনেক শুনি। এনসিপির মুখেই শুনি—বিএনপি নিজেদের মধ্যে মারামারি করে, চাঁদাবাজি করে, নির্বাচনে কারচুপির চেষ্টা করে। এসব কথার তালিকা সবার জানা।”

তিনি আরও বলেন, “কিন্তু যারা বিএনপিকে ঘায়েল করতে গিয়ে নিজেদের মধ্যেই এমন অভিযোগে জড়ায়, তাদের অবস্থান ও নৈতিকতা নিয়েও প্রশ্ন ওঠে।”

বক্তব্যে তিনি বিএনপির বিরুদ্ধে প্রচার চালানোর প্রবণতা ও নবগঠিত দলগুলোর নিজেদের অভ্যন্তরীণ সংকটকে সামনে টেনে এনে রাজনৈতিক দ্বিচারিতার চিত্র তুলে ধরেন।

এ বক্তব্য ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এনসিপির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানা যায়নি।