ঢাকা ০৪:১৪ পূর্বাহ্ন, রবিবার, ০৬ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানের সঙ্গে যুদ্ধে লজ্জা, চীন-তুরস্ককেও দায়ী করলো ভারত: সেনা উপপ্রধানের বিস্ফোরক মন্তব্য

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৮:৫৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
  • ৫৩৫ বার পড়া হয়েছে

চলতি বছরে পাকিস্তানের সঙ্গে ১৮ দিনব্যাপী সীমান্ত সংঘাতে লজ্জাজনক অবস্থায় পড়েছিল ভারত—এমন স্বীকারোক্তি এসেছে দেশটির সেনাবাহিনীর উচ্চপর্যায়ের এক কর্মকর্তার কাছ থেকে। শুধু তাই নয়, পাকিস্তানের পাশাপাশি চীন ও তুরস্ককেও সেই সংঘাতের জন্য দায়ী করছে ভারত। এমন মন্তব্য করেছেন ভারতের সেনাবাহিনীর উপপ্রধান (ডেপুটি চিফ অব আর্মি স্টাফ) লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিং।

শুক্রবার (৪ জুলাই) ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (FICCI) এক সামরিক প্রযুক্তি বিষয়ক অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি বলেন, “২৩ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত সংঘাতে ভারত একা নয়, তিনটি দেশের মুখোমুখি হয়েছিল। পাকিস্তান ছিল দৃশ্যমান শত্রু, কিন্তু চীন ও তুরস্ক নেপথ্যে থেকে তাকে সহায়তা করেছে।”

রাহুল সিং জানান, পাকিস্তান শুধু তাদের কৌশলে নয়, প্রযুক্তিগতভাবে প্রস্তুত ছিল এবং চীন তাদের অত্যাধুনিক সামরিক প্রযুক্তি দিয়ে সরবরাহ করেছিল। এমনকি, সংঘাতকেই চীন তাদের সরঞ্জামের কার্যকারিতা পরীক্ষার ক্ষেত্র হিসেবে ব্যবহার করে। তুরস্কও নানাভাবে পাকিস্তানকে সহযোগিতা করেছে বলে দাবি করেন তিনি।

উল্লেখযোগ্য বিষয় হলো—এই স্বীকারোক্তির পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীর ব্যর্থতার দিকটিও সামনে এনেছেন রাহুল সিং। তিনি বলেন, “কার্যকর লজিস্টিক না থাকার কারণে গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম সময়মতো পৌঁছায়নি। তা না হলে গল্পটা হয়তো অন্যভাবে লেখা যেত।”

জনপ্রিয় সংবাদ

৬ আগস্ট ২০২৪: “দ্বিতীয় স্বাধীনতার দিন”

পাকিস্তানের সঙ্গে যুদ্ধে লজ্জা, চীন-তুরস্ককেও দায়ী করলো ভারত: সেনা উপপ্রধানের বিস্ফোরক মন্তব্য

আপডেট সময় ০৮:৫৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫

চলতি বছরে পাকিস্তানের সঙ্গে ১৮ দিনব্যাপী সীমান্ত সংঘাতে লজ্জাজনক অবস্থায় পড়েছিল ভারত—এমন স্বীকারোক্তি এসেছে দেশটির সেনাবাহিনীর উচ্চপর্যায়ের এক কর্মকর্তার কাছ থেকে। শুধু তাই নয়, পাকিস্তানের পাশাপাশি চীন ও তুরস্ককেও সেই সংঘাতের জন্য দায়ী করছে ভারত। এমন মন্তব্য করেছেন ভারতের সেনাবাহিনীর উপপ্রধান (ডেপুটি চিফ অব আর্মি স্টাফ) লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিং।

শুক্রবার (৪ জুলাই) ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (FICCI) এক সামরিক প্রযুক্তি বিষয়ক অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি বলেন, “২৩ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত সংঘাতে ভারত একা নয়, তিনটি দেশের মুখোমুখি হয়েছিল। পাকিস্তান ছিল দৃশ্যমান শত্রু, কিন্তু চীন ও তুরস্ক নেপথ্যে থেকে তাকে সহায়তা করেছে।”

রাহুল সিং জানান, পাকিস্তান শুধু তাদের কৌশলে নয়, প্রযুক্তিগতভাবে প্রস্তুত ছিল এবং চীন তাদের অত্যাধুনিক সামরিক প্রযুক্তি দিয়ে সরবরাহ করেছিল। এমনকি, সংঘাতকেই চীন তাদের সরঞ্জামের কার্যকারিতা পরীক্ষার ক্ষেত্র হিসেবে ব্যবহার করে। তুরস্কও নানাভাবে পাকিস্তানকে সহযোগিতা করেছে বলে দাবি করেন তিনি।

উল্লেখযোগ্য বিষয় হলো—এই স্বীকারোক্তির পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীর ব্যর্থতার দিকটিও সামনে এনেছেন রাহুল সিং। তিনি বলেন, “কার্যকর লজিস্টিক না থাকার কারণে গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম সময়মতো পৌঁছায়নি। তা না হলে গল্পটা হয়তো অন্যভাবে লেখা যেত।”