রাজশাহীতে সাংবাদিকদের হুমকি দেওয়ার পর এবার দেশের অন্যতম প্রধান মিডিয়া গ্রুপ বসুন্ধরা মিডিয়াকেও সরাসরি হুমকি দিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
রবিবার (৬ জুলাই) রাত ৯টা ৪০ মিনিটের দিকে কালের কণ্ঠ পত্রিকার একটি অনলাইন প্রতিবেদনের কমেন্টে হাসনাত লেখেন, “সাংবাদিকদের নয়, বসুন্ধরা মিডিয়াকেই হুমকি দিয়েছি।”
এর আগে রাত ৮টার দিকে রাজশাহীর রেলগেট থেকে জিরো পয়েন্ট পর্যন্ত এনসিপির এক পদযাত্রায় অংশ নিয়ে তিনি বলেন, “খুনি হাসিনার পক্ষে বসুন্ধরা মিডিয়া যে ভূমিকা পালন করেছে, আমরা তা ভুলে যাইনি। বসুন্ধরা গ্রুপের সাংবাদিকরা আবারও নগ্নভাবে অপরাধের বৈধতা দিতে মাঠে নেমেছেন। তারা আরেকটি এক-এগারো ঘটানোর ষড়যন্ত্র করছেন। জনগণ তা কখনো বরদাশত করবে না।”
এই মন্তব্য এবং হুমকিকে ঘিরে সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিভিন্ন গণমাধ্যমকর্মীরা বিষয়টিকে মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি হামলা হিসেবে দেখছেন।
উল্লেখ্য, এর আগেও রাজশাহীতে এনসিপি নেতাদের বিরুদ্ধে স্থানীয় সাংবাদিকদের হুমকি ও হেনস্তার অভিযোগ ওঠে, যা ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর নজরে এসেছে।