ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াত কেয়ামত পর্যন্ত রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবে না: গয়েশ্বর চন্দ্র রায়

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৩:৫৫:১১ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
  • ৫২৫ বার পড়া হয়েছে

রোববার (২০ জুলাই) মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দামলা এলাকায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুর বাড়িতে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, কেয়ামত পর্যন্ত বাংলাদেশে জামায়াতে ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবে না।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জামায়াতের যেসব দাবি ও অবস্থান, সেগুলো নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্যই। বিএনপি ক্ষমতায় আসবে—এমন ধারণা তাদের আতঙ্কিত করছে। তিনি বলেন, “জামায়াত পাকিস্তানেও আছে, ভারতেও আছে। তারা জনগণের ভাষা বুঝতে চায় না, নিজেদের স্বার্থের বাইরে কিছু ভাবতেও চায় না।”

তিনি আরও বলেন, জামায়াতের এজেন্ডা কখনো জনগণের পক্ষে যায় না, বরং তা বিভ্রান্তি সৃষ্টির জন্য ব্যবহৃত হয়। বিএনপি জনগণের দল, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতায় যাওয়ার লক্ষ্যে কাজ করছে। জামায়াতের দাবি ও অবস্থান এ লক্ষ্যকে ব্যাহত করতে পারে না।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা, শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম, বিএনপি নেতা নুরুজ্জামান শিকদার এবং জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

জনপ্রিয় সংবাদ

মাইলস্টোনের ট্র্যাজেডিতে ব্যথিত মিরাজ: ‘আমাদের শুধু দোয়া করাই এখন দায়িত্ব’

জামায়াত কেয়ামত পর্যন্ত রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবে না: গয়েশ্বর চন্দ্র রায়

আপডেট সময় ০৩:৫৫:১১ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫

রোববার (২০ জুলাই) মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দামলা এলাকায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুর বাড়িতে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, কেয়ামত পর্যন্ত বাংলাদেশে জামায়াতে ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবে না।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জামায়াতের যেসব দাবি ও অবস্থান, সেগুলো নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্যই। বিএনপি ক্ষমতায় আসবে—এমন ধারণা তাদের আতঙ্কিত করছে। তিনি বলেন, “জামায়াত পাকিস্তানেও আছে, ভারতেও আছে। তারা জনগণের ভাষা বুঝতে চায় না, নিজেদের স্বার্থের বাইরে কিছু ভাবতেও চায় না।”

তিনি আরও বলেন, জামায়াতের এজেন্ডা কখনো জনগণের পক্ষে যায় না, বরং তা বিভ্রান্তি সৃষ্টির জন্য ব্যবহৃত হয়। বিএনপি জনগণের দল, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতায় যাওয়ার লক্ষ্যে কাজ করছে। জামায়াতের দাবি ও অবস্থান এ লক্ষ্যকে ব্যাহত করতে পারে না।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা, শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম, বিএনপি নেতা নুরুজ্জামান শিকদার এবং জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।