ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতিকে ‘অপ্রাসঙ্গিক’ বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও, ইসরাইলের সম্মতি ছাড়া সম্ভব নয় দাবি

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:১২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
  • ৬৩৪ বার পড়া হয়েছে

পশ্চিমা দেশগুলোর ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সাম্প্রতিক সিদ্ধান্তকে ‘অপ্রাসঙ্গিক’ বলে আখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ফক্স রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “ইসরাইলের সম্মতি ছাড়া কোনো ফিলিস্তিন রাষ্ট্র গঠন সম্ভব নয়।”

রুবিওর এই মন্তব্য এসেছে এমন এক সময়, যখন ফ্রান্স, যুক্তরাজ্য, মাল্টা, কানাডা ও অস্ট্রেলিয়ার মতো দেশগুলো ঘোষণা দিয়েছে—তারা আগামী সেপ্টেম্বর মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে।

তবে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি প্রশ্নে যুক্তরাষ্ট্র একপ্রকার ইসরাইলের সুরেই কথা বলছে। দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন। মার্কো রুবিও বলেন, “যে দেশগুলো এই স্বীকৃতি দিচ্ছে, তাদের কারও পক্ষেই ফিলিস্তিন রাষ্ট্র গঠন করানো সম্ভব নয়। তারা জানে না সেই রাষ্ট্রের ভৌগোলিক পরিসীমা কোথায় হবে, কিংবা কে সেখানে শাসন করবে। বরং এই স্বীকৃতি প্রক্রিয়া শান্তির পথে অন্তরায় হয়ে দাঁড়াবে।”

সাক্ষাৎকারে রুবিও আরও দাবি করেন, “হামাস এখনো অন্তত ২০ জনকে জীবিত জিম্মি করে রেখেছে, এবং ৫০ জনের বেশি মরদেহ আটক রাখা হয়েছে। অথচ যেসব দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে, তারা পরোক্ষভাবে হামাসকেই সমর্থন করছে।”

তিনি মনে করেন, এসব সিদ্ধান্ত চলমান যুদ্ধবিরতির আলোচনা ও মধ্যস্থতায় নেতিবাচক প্রভাব ফেলছে। তার ভাষায়, “এগুলো হচ্ছে কিছু দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক চাপে নেওয়া পদক্ষেপ, যার আন্তর্জাতিক পরিণতি তারা বুঝে উঠতে পারছে না। এটা বাস্তবতা বদলাবে না—বরং হামাসকে উৎসাহিত করবে যুদ্ধ চালিয়ে যেতে ও জিম্মিদের মুক্তি না দিতে।”

রুবিওর মন্তব্যের মাধ্যমে যুক্তরাষ্ট্র ফের ইসরাইল-পন্থী অবস্থানকে স্পষ্ট করল, যার ফলে জাতিসংঘে আসন্ন সাধারণ অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে ঘিরে বৈশ্বিক মতপার্থক্য আরও প্রকট হওয়ার ইঙ্গিত মিলছে।

জনপ্রিয় সংবাদ

জনশক্তি রপ্তানিতে বড় বাধা দালালরা: ড. ইউনূস

ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতিকে ‘অপ্রাসঙ্গিক’ বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও, ইসরাইলের সম্মতি ছাড়া সম্ভব নয় দাবি

আপডেট সময় ০৯:১২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫

পশ্চিমা দেশগুলোর ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সাম্প্রতিক সিদ্ধান্তকে ‘অপ্রাসঙ্গিক’ বলে আখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ফক্স রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “ইসরাইলের সম্মতি ছাড়া কোনো ফিলিস্তিন রাষ্ট্র গঠন সম্ভব নয়।”

রুবিওর এই মন্তব্য এসেছে এমন এক সময়, যখন ফ্রান্স, যুক্তরাজ্য, মাল্টা, কানাডা ও অস্ট্রেলিয়ার মতো দেশগুলো ঘোষণা দিয়েছে—তারা আগামী সেপ্টেম্বর মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে।

তবে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি প্রশ্নে যুক্তরাষ্ট্র একপ্রকার ইসরাইলের সুরেই কথা বলছে। দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন। মার্কো রুবিও বলেন, “যে দেশগুলো এই স্বীকৃতি দিচ্ছে, তাদের কারও পক্ষেই ফিলিস্তিন রাষ্ট্র গঠন করানো সম্ভব নয়। তারা জানে না সেই রাষ্ট্রের ভৌগোলিক পরিসীমা কোথায় হবে, কিংবা কে সেখানে শাসন করবে। বরং এই স্বীকৃতি প্রক্রিয়া শান্তির পথে অন্তরায় হয়ে দাঁড়াবে।”

সাক্ষাৎকারে রুবিও আরও দাবি করেন, “হামাস এখনো অন্তত ২০ জনকে জীবিত জিম্মি করে রেখেছে, এবং ৫০ জনের বেশি মরদেহ আটক রাখা হয়েছে। অথচ যেসব দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে, তারা পরোক্ষভাবে হামাসকেই সমর্থন করছে।”

তিনি মনে করেন, এসব সিদ্ধান্ত চলমান যুদ্ধবিরতির আলোচনা ও মধ্যস্থতায় নেতিবাচক প্রভাব ফেলছে। তার ভাষায়, “এগুলো হচ্ছে কিছু দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক চাপে নেওয়া পদক্ষেপ, যার আন্তর্জাতিক পরিণতি তারা বুঝে উঠতে পারছে না। এটা বাস্তবতা বদলাবে না—বরং হামাসকে উৎসাহিত করবে যুদ্ধ চালিয়ে যেতে ও জিম্মিদের মুক্তি না দিতে।”

রুবিওর মন্তব্যের মাধ্যমে যুক্তরাষ্ট্র ফের ইসরাইল-পন্থী অবস্থানকে স্পষ্ট করল, যার ফলে জাতিসংঘে আসন্ন সাধারণ অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে ঘিরে বৈশ্বিক মতপার্থক্য আরও প্রকট হওয়ার ইঙ্গিত মিলছে।