নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতার ব্যান্ড পারফরম্যান্সের মধ্য দিয়ে ‘৩৬ জুলাই’ উদযাপন অনুষ্ঠানের সূচনায় তীব্র সমালোচনার মুখে পড়েছে আয়োজক কর্তৃপক্ষ। আগামীকাল মঙ্গলবার সকাল ১১টায় অনুষ্ঠানের সূচনা সংগীত পরিবেশন করবে রংপুরভিত্তিক ব্যান্ডদল ‘টংয়ের গান’।
সমালোচনার কেন্দ্রে রয়েছে ব্যান্ডটির প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান আবির, যিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপ-ধর্মবিষয়ক সম্পাদক ছিলেন এবং বর্তমানে নিষিদ্ধ ছাত্রলীগের অন্যতম পরিচিত মুখ হিসেবে বিবেচিত।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে ক্ষোভ ছড়িয়েছে। সাংবাদিক অন্তু মুজাহিদ ফেসবুকে লিখেছেন, “নিষিদ্ধ ছাত্রলীগের নেতার গান দিয়ে শুরু হবে ৩৬ জুলাই উদযাপন! এর চেয়ে পরিহাস আর কী হতে পারে?” তিনি সরকারের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীসহ সংশ্লিষ্টদের উদ্দেশে প্রশ্ন তোলেন—এই বাছাই কী জেনে-বুঝে করা হয়েছে, নাকি ভুলবশত?
অন্তু আরও লেখেন, “৩৬ জুলাইয়ের নতুন স্বাধীনতার বর্ষপূর্তিতে রাজধানীসহ গোটা দেশ যখন উৎসবে মাতবে, তখন এই আয়োজনের সূচনা হচ্ছে বিতর্কিত একজন নেতার মাধ্যমে। যদি এটি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সংগঠন হয়ে থাকে, তাহলে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।”
এ ঘটনায় অনেকে ক্ষোভ প্রকাশ করলেও আয়োজকদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে বিতর্কের কেন্দ্রে থাকা বিষয়টি ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে।