ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

গাজা সিটি দখল ঠেকাতে মুসলিম ঐক্যের আহ্বান তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:০২:৩০ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • ৫৫৪ বার পড়া হয়েছে

গাজা সিটি দখলের ইসরায়েলি পরিকল্পনার বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে আন্তর্জাতিক বিরোধিতা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। শনিবার মিসরের এল আলামেইনে মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। এর আগে ফিদান মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সঙ্গেও বৈঠক করেন।

শুক্রবার তুরস্ক ও মিসর উভয়েই গাজা দখলের ইসরায়েলি পরিকল্পনার নিন্দা জানিয়ে একে ‘গণহত্যামূলক ও সম্প্রসারণবাদী নীতি’র নতুন ধাপ হিসেবে উল্লেখ করেছে এবং বৈশ্বিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। ফিদান জানান, এ পরিকল্পনা রুখতে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে। তার অভিযোগ, ইসরায়েল ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে ফিলিস্তিনিদের ভূমি থেকে উচ্ছেদ করে স্থায়ীভাবে গাজা দখল করতে চায়।

ইসরায়েল এসব অভিযোগ অস্বীকার করে দাবি করেছে, তারা গাজায় ক্ষুধানীতি প্রয়োগ করছে না এবং হামাস যুদ্ধ শেষ করতে চাইলে আত্মসমর্পণ করতে পারে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত হয়েছিল।

সংবাদ সম্মেলনে মিসরের পররাষ্ট্রমন্ত্রী আবদেলাত্তি ইসরায়েলের পরিকল্পনাকে ‘গ্রহণযোগ্য নয়’ বলে আখ্যা দিয়ে বলেন, এটি শুধু ফিলিস্তিনিদের জন্য নয়, পুরো অঞ্চলের জন্যই বিপজ্জনক। তিনি জানান, গাজা ইস্যুতে তুরস্কের সঙ্গে পূর্ণ সমন্বয় রয়েছে।

শনিবার ওআইসি মন্ত্রীপরিষদ কমিটি এক বিবৃতিতে ইসরায়েলি পরিকল্পনাকে বিপজ্জনক উসকানি, আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং অবৈধ দখলদারত্ব স্থায়ী করার প্রচেষ্টা বলে উল্লেখ করে। তারা সতর্ক করেছে, এ পদক্ষেপ শান্তির যেকোনও সম্ভাবনাকে ধ্বংস করবে। এছাড়া ওআইসি বিশ্বশক্তি ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে গাজা সিটি দখল পরিকল্পনা বন্ধে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের জন্য ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছে।

জনপ্রিয় সংবাদ

বিমানে ত্রাণ পৌঁছল গাজায়, মানবিক সংকট এখনও কমেনি

গাজা সিটি দখল ঠেকাতে মুসলিম ঐক্যের আহ্বান তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর

আপডেট সময় ১১:০২:৩০ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫

গাজা সিটি দখলের ইসরায়েলি পরিকল্পনার বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে আন্তর্জাতিক বিরোধিতা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। শনিবার মিসরের এল আলামেইনে মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। এর আগে ফিদান মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সঙ্গেও বৈঠক করেন।

শুক্রবার তুরস্ক ও মিসর উভয়েই গাজা দখলের ইসরায়েলি পরিকল্পনার নিন্দা জানিয়ে একে ‘গণহত্যামূলক ও সম্প্রসারণবাদী নীতি’র নতুন ধাপ হিসেবে উল্লেখ করেছে এবং বৈশ্বিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। ফিদান জানান, এ পরিকল্পনা রুখতে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে। তার অভিযোগ, ইসরায়েল ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে ফিলিস্তিনিদের ভূমি থেকে উচ্ছেদ করে স্থায়ীভাবে গাজা দখল করতে চায়।

ইসরায়েল এসব অভিযোগ অস্বীকার করে দাবি করেছে, তারা গাজায় ক্ষুধানীতি প্রয়োগ করছে না এবং হামাস যুদ্ধ শেষ করতে চাইলে আত্মসমর্পণ করতে পারে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত হয়েছিল।

সংবাদ সম্মেলনে মিসরের পররাষ্ট্রমন্ত্রী আবদেলাত্তি ইসরায়েলের পরিকল্পনাকে ‘গ্রহণযোগ্য নয়’ বলে আখ্যা দিয়ে বলেন, এটি শুধু ফিলিস্তিনিদের জন্য নয়, পুরো অঞ্চলের জন্যই বিপজ্জনক। তিনি জানান, গাজা ইস্যুতে তুরস্কের সঙ্গে পূর্ণ সমন্বয় রয়েছে।

শনিবার ওআইসি মন্ত্রীপরিষদ কমিটি এক বিবৃতিতে ইসরায়েলি পরিকল্পনাকে বিপজ্জনক উসকানি, আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং অবৈধ দখলদারত্ব স্থায়ী করার প্রচেষ্টা বলে উল্লেখ করে। তারা সতর্ক করেছে, এ পদক্ষেপ শান্তির যেকোনও সম্ভাবনাকে ধ্বংস করবে। এছাড়া ওআইসি বিশ্বশক্তি ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে গাজা সিটি দখল পরিকল্পনা বন্ধে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের জন্য ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছে।