জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সেশনে চীনের স্থায়ী প্রতিনিধি ফু কং বললেন, গাজা ফিলিস্তিনিদের অবিচ্ছেদ্য অংশ, ইসরাইলের গাজা দখলের কোনো চেষ্টা চীন কখনো মেনে নেবে না। তিনি বলেন, গাজার জনসংখ্যা ও ভূখণ্ড পরিবর্তনের যে কোনো প্রয়াস কঠোর প্রতিবাদ ও প্রতিরোধের সম্মুখীন হবে।
ফু কং আরও বলেন, সেনাবাহিনীর আধিপত্যের ভুল ধারণা পরিত্যাগ করে দ্রুত যুদ্ধবিরতি জরুরি, যা জীবন রক্ষা এবং বন্দীদের মুক্তির জন্য অত্যাবশ্যক। গাজায় চলমান সামরিক আগ্রাসন আরও মৃত্যুর কারণ হবে।
তিনি ইসরাইলকে আহ্বান জানান উত্তেজনা বৃদ্ধি বন্ধ করে সামরিক অভিযান থামানোর জন্য। মানবিক সহায়তা সামগ্রীর অস্ত্র হিসাবে ব্যবহারকে অগ্রহণযোগ্য এবং গাজার নিরীহ বেসামরিক ও মানবিক কর্মীদের ওপর হামলা নিন্দনীয়।
ফু কং শেষ করেন দুই রাষ্ট্রের সমাধানের গুরুত্ব তুলে ধরে বলেন, “এটি ফিলিস্তিন সমস্যার একমাত্র টেকসই ও শান্তিপূর্ণ সমাধান।”
সূত্র: আল জাজিরা