ঢাকা ০৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

গ্রহণযোগ্য নির্বাচন ও শেখ হাসিনা ইস্যুতে চ্যানেল নিউজ এশিয়াকে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের স্পষ্ট বার্তা

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:৩৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
  • ৫৬৮ বার পড়া হয়েছে

মালয়েশিয়ার সরকারি সফরে গিয়ে সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম চ্যানেল নিউজ এশিয়াকে দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বৈধ না হলে নির্বাচনের কোনো মানে নেই। এজন্য তিনি নিশ্চিত করবেন, সবার কাছে গ্রহণযোগ্য, পরিচ্ছন্ন ও উপভোগ্য একটি নির্বাচন আয়োজন করা হবে।

বুধবার (১৩ আগস্ট) প্রকাশিত ওই সাক্ষাৎকারে তিনি বলেন,

“আমার কাজ হলো গ্রহণযোগ্য, পরিচ্ছন্ন এবং উপভোগ্য নির্বাচন করা। আমরা আমাদের নির্ধারিত এসব লক্ষ্য অর্জনের কাছাকাছি যাচ্ছি। অনেক কিছু সংস্কার করতে হবে, কারণ আমাদের রাজনৈতিক ব্যবস্থা কারচুপি ও অপব্যবহারের শিকার।”

এসময় সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়েও কথা বলেন তিনি। ইউনূস জানান, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে হাসিনা ইস্যুতে আলোচনা করেছেন।

“আমি মোদিকে বলেছি, হাসিনাকে আপনারা রাখতে পারেন, কিন্তু তার বিরুদ্ধে আমাদের বিচার চলবে। তাকে বাংলাদেশকে অস্থিতিশীল করার সুযোগ দেওয়া যাবে না।”

তিনি আরও বলেন, মোদি জানিয়েছেন সামাজিক মাধ্যম তারা নিয়ন্ত্রণ করতে পারেন না, এবং হাসিনাকে ফিরিয়ে আনতে যুদ্ধ করবে না। ইউনূসের মতে, হাসিনার এখনও বাংলাদেশে অনেক সমর্থক রয়েছে, যারা তার নির্দেশে পুনরায় অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে।

পাকিস্তান ও চীনের সঙ্গে বাংলাদেশের ভালো সম্পর্কের কথা উল্লেখ করে ড. ইউনূস জানান, ভারতের সঙ্গেও ভালো সম্পর্ক চান তিনি। ভারতসহ যে কোনো দেশ চাইলে বাংলাদেশে বিনিয়োগ করতে পারে, বিষয়টি নির্ভর করবে সুযোগের সদ্ব্যবহারের ওপর।

জনপ্রিয় সংবাদ

বিমানে ত্রাণ পৌঁছল গাজায়, মানবিক সংকট এখনও কমেনি

গ্রহণযোগ্য নির্বাচন ও শেখ হাসিনা ইস্যুতে চ্যানেল নিউজ এশিয়াকে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের স্পষ্ট বার্তা

আপডেট সময় ১১:৩৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫

মালয়েশিয়ার সরকারি সফরে গিয়ে সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম চ্যানেল নিউজ এশিয়াকে দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বৈধ না হলে নির্বাচনের কোনো মানে নেই। এজন্য তিনি নিশ্চিত করবেন, সবার কাছে গ্রহণযোগ্য, পরিচ্ছন্ন ও উপভোগ্য একটি নির্বাচন আয়োজন করা হবে।

বুধবার (১৩ আগস্ট) প্রকাশিত ওই সাক্ষাৎকারে তিনি বলেন,

“আমার কাজ হলো গ্রহণযোগ্য, পরিচ্ছন্ন এবং উপভোগ্য নির্বাচন করা। আমরা আমাদের নির্ধারিত এসব লক্ষ্য অর্জনের কাছাকাছি যাচ্ছি। অনেক কিছু সংস্কার করতে হবে, কারণ আমাদের রাজনৈতিক ব্যবস্থা কারচুপি ও অপব্যবহারের শিকার।”

এসময় সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়েও কথা বলেন তিনি। ইউনূস জানান, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে হাসিনা ইস্যুতে আলোচনা করেছেন।

“আমি মোদিকে বলেছি, হাসিনাকে আপনারা রাখতে পারেন, কিন্তু তার বিরুদ্ধে আমাদের বিচার চলবে। তাকে বাংলাদেশকে অস্থিতিশীল করার সুযোগ দেওয়া যাবে না।”

তিনি আরও বলেন, মোদি জানিয়েছেন সামাজিক মাধ্যম তারা নিয়ন্ত্রণ করতে পারেন না, এবং হাসিনাকে ফিরিয়ে আনতে যুদ্ধ করবে না। ইউনূসের মতে, হাসিনার এখনও বাংলাদেশে অনেক সমর্থক রয়েছে, যারা তার নির্দেশে পুনরায় অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে।

পাকিস্তান ও চীনের সঙ্গে বাংলাদেশের ভালো সম্পর্কের কথা উল্লেখ করে ড. ইউনূস জানান, ভারতের সঙ্গেও ভালো সম্পর্ক চান তিনি। ভারতসহ যে কোনো দেশ চাইলে বাংলাদেশে বিনিয়োগ করতে পারে, বিষয়টি নির্ভর করবে সুযোগের সদ্ব্যবহারের ওপর।