ঢাকা ০৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

পুতিনকে ফোনে ধন্যবাদ জানালেন মোদি, সম্বোধন করলেন ‘মাই ফ্রেন্ড’

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৭:৫৩:৫১ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • ৫৪৩ বার পড়া হয়েছে

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেছেন। সোমবার (১৮ আগস্ট) স্থানীয় গণমাধ্যম এ তথ্য জানায়। ফোনকলের কিছুক্ষণ পরই পুতিনকে ‘মাই ফ্রেন্ড’ সম্বোধন করে ধন্যবাদ জানান মোদি।

সোমবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মোদি লেখেন, ফোন করার জন্য এবং আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সাম্প্রতিক বৈঠকের বিষয়ে অন্তর্দৃষ্টি শেয়ার করার জন্য তিনি পুতিনের কাছে কৃতজ্ঞ।

পোস্টে মোদি লিখেছেন, “ফোন করার জন্য এবং আলাস্কায় প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে বৈঠকের বিষয়ে অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ আমার বন্ধু (মাই ফ্রেন্ড), প্রেসিডেন্ট পুতিন।”

এছাড়া, ইউক্রেন সংঘাত প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, ভারত ধারাবাহিকভাবে এর শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়ে আসছে। নয়াদিল্লি সংকট সমাধানের সব উদ্যোগকে সমর্থন করে এবং রাশিয়ার সঙ্গে সম্পর্কের এই ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন মোদি।

জনপ্রিয় সংবাদ

বিমানে ত্রাণ পৌঁছল গাজায়, মানবিক সংকট এখনও কমেনি

পুতিনকে ফোনে ধন্যবাদ জানালেন মোদি, সম্বোধন করলেন ‘মাই ফ্রেন্ড’

আপডেট সময় ০৭:৫৩:৫১ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেছেন। সোমবার (১৮ আগস্ট) স্থানীয় গণমাধ্যম এ তথ্য জানায়। ফোনকলের কিছুক্ষণ পরই পুতিনকে ‘মাই ফ্রেন্ড’ সম্বোধন করে ধন্যবাদ জানান মোদি।

সোমবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মোদি লেখেন, ফোন করার জন্য এবং আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সাম্প্রতিক বৈঠকের বিষয়ে অন্তর্দৃষ্টি শেয়ার করার জন্য তিনি পুতিনের কাছে কৃতজ্ঞ।

পোস্টে মোদি লিখেছেন, “ফোন করার জন্য এবং আলাস্কায় প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে বৈঠকের বিষয়ে অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ আমার বন্ধু (মাই ফ্রেন্ড), প্রেসিডেন্ট পুতিন।”

এছাড়া, ইউক্রেন সংঘাত প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, ভারত ধারাবাহিকভাবে এর শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়ে আসছে। নয়াদিল্লি সংকট সমাধানের সব উদ্যোগকে সমর্থন করে এবং রাশিয়ার সঙ্গে সম্পর্কের এই ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন মোদি।