ঢাকা ০৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ফিলিস্তিনি রাষ্ট্রের বিরোধী ইসরায়েলি এমপি সিমচা রথম্যানের ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৮:০২:০৪ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • ৫৩৯ বার পড়া হয়েছে

কট্টর ইহুদিবাদী এবং ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধী হিসেবে পরিচিত ইসরায়েলি সংসদ সদস্য সিমচা রথম্যানের ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া। সোমবার (১৮ আগস্ট) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

রথম্যান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোটের সদস্য এবং কট্টর ডানপন্থী রিলিজিয়াস জায়োনিজম পার্টির নেতা বেজালেল স্মোট্রিচের ঘনিষ্ঠ সহযোগী। তিনি বরাবরই অধিকৃত পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করার পক্ষে এবং ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোর বিরোধিতা করে আসছেন।

অস্ট্রেলিয়ার স্থানীয় রক্ষণশীল ইহুদিবাদী সংগঠন অস্ট্রেলিয়ান জিউইশ অ্যাসোসিয়েশনের আমন্ত্রণে চলতি মাসে সিডনি ও মেলবোর্ন সফরে যাওয়ার কথা ছিল তার। তবে বিতর্কিত ও উসকানিমূলক মন্তব্যের কারণে তার ভিসা বাতিল করেছে বলে জানান রথম্যান।

রথম্যান সম্প্রতি ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তকে “গুরুতর ভুল” এবং “হামাস ও সন্ত্রাসবাদের জন্য পুরস্কার” বলে মন্তব্য করেছিলেন। এ ছাড়াও, তিনি বলেছেন—ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা হলে ইসরায়েলের ধ্বংস ডেকে আনবে। তার এই অবস্থান ও মন্তব্যের জেরেই ভিসা বাতিলের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলীয় সরকার।

অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক এক বিবৃতিতে বলেন, “যারা ঘৃণা ও বিভেদের বার্তা ছড়াতে চায়, তাদের অস্ট্রেলিয়ায় স্বাগত জানানো হবে না। আমাদের লক্ষ্য একটি নিরাপদ ও সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা দেশ গড়ে তোলা।”

তবে ভিসা বাতিলের নির্দিষ্ট কারণ উল্লেখ করেনি অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বর্তমানে রথম্যান ইসরায়েলি সংসদ নেসেটের বিচার বিষয়ক কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

সূত্র: রয়টার্স

জনপ্রিয় সংবাদ

বিমানে ত্রাণ পৌঁছল গাজায়, মানবিক সংকট এখনও কমেনি

ফিলিস্তিনি রাষ্ট্রের বিরোধী ইসরায়েলি এমপি সিমচা রথম্যানের ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া

আপডেট সময় ০৮:০২:০৪ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫

কট্টর ইহুদিবাদী এবং ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধী হিসেবে পরিচিত ইসরায়েলি সংসদ সদস্য সিমচা রথম্যানের ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া। সোমবার (১৮ আগস্ট) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

রথম্যান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোটের সদস্য এবং কট্টর ডানপন্থী রিলিজিয়াস জায়োনিজম পার্টির নেতা বেজালেল স্মোট্রিচের ঘনিষ্ঠ সহযোগী। তিনি বরাবরই অধিকৃত পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করার পক্ষে এবং ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোর বিরোধিতা করে আসছেন।

অস্ট্রেলিয়ার স্থানীয় রক্ষণশীল ইহুদিবাদী সংগঠন অস্ট্রেলিয়ান জিউইশ অ্যাসোসিয়েশনের আমন্ত্রণে চলতি মাসে সিডনি ও মেলবোর্ন সফরে যাওয়ার কথা ছিল তার। তবে বিতর্কিত ও উসকানিমূলক মন্তব্যের কারণে তার ভিসা বাতিল করেছে বলে জানান রথম্যান।

রথম্যান সম্প্রতি ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তকে “গুরুতর ভুল” এবং “হামাস ও সন্ত্রাসবাদের জন্য পুরস্কার” বলে মন্তব্য করেছিলেন। এ ছাড়াও, তিনি বলেছেন—ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা হলে ইসরায়েলের ধ্বংস ডেকে আনবে। তার এই অবস্থান ও মন্তব্যের জেরেই ভিসা বাতিলের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলীয় সরকার।

অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক এক বিবৃতিতে বলেন, “যারা ঘৃণা ও বিভেদের বার্তা ছড়াতে চায়, তাদের অস্ট্রেলিয়ায় স্বাগত জানানো হবে না। আমাদের লক্ষ্য একটি নিরাপদ ও সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা দেশ গড়ে তোলা।”

তবে ভিসা বাতিলের নির্দিষ্ট কারণ উল্লেখ করেনি অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বর্তমানে রথম্যান ইসরায়েলি সংসদ নেসেটের বিচার বিষয়ক কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

সূত্র: রয়টার্স