অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন (এআইএমআইএম)-এর প্রধান ও হায়দরাবাদের এমপি আসাদউদ্দিন ওয়াইসি বলেছেন, কেন্দ্রীয় সরকার যদি বাংলাদেশিদের নিজ দেশে ফেরত পাঠাতে চায়, তাহলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেন ফেরত পাঠানো হচ্ছে না। ২০২৪ সালের আগস্টে বাংলাদেশের অভ্যুত্থানের পর থেকে তিনি ভারতে অবস্থান করছেন।
সর্বভারতীয় ইংরেজি দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর ‘আইডিয়াজ এক্সচেঞ্জ’ অনুষ্ঠানে ওয়াইসি প্রশ্ন তোলেন, “প্রতিবেশী দেশের বিতাড়িত নেত্রীকে আমরা কেন আশ্রয় দিয়েছি? আগে তাকে ফেরত পাঠান বাংলাদেশে। ভারত সরকারের উচিত বাংলাদেশে যে জনপ্রিয় আন্দোলন হয়েছে তাকে স্বীকৃতি দেওয়া এবং বর্তমান সরকারের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা।”
তিনি পশ্চিমবঙ্গের মালদহ ও মুর্শিদাবাদে পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি আখ্যা দিয়ে হেনস্তার তীব্র নিন্দা জানান এবং বলেন, “দেশে একজন বাংলাদেশিকে সুরক্ষিত রাখছি, অথচ গরিব মানুষদের বাংলাদেশি বলে পুশব্যাক করা হচ্ছে, যারা ভারতীয় নাগরিক হওয়ার প্রমাণপত্রও রাখে।”
ওয়াইসি প্রশ্ন তোলেন, “বাংলায় কথা বললেই কি কেউ বাংলাদেশি হয়ে যান? এটাকে বলা হচ্ছে বিদেশি ভীতি। পুলিশ কোন অধিকারে কাউকে বাংলাদেশি বলে গ্রেপ্তার করে?” তিনি বিহারের এনআরসি প্রসঙ্গেও মন্তব্য করেন, যেখানে প্রকৃত নাগরিকদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে, বিশেষ করে মুসলিমদের টার্গেট করা হচ্ছে।
চীনের পররাষ্ট্রমন্ত্রীর দিল্লি সফর প্রসঙ্গেও সমালোচনা করে ওয়াইসি বলেন, “মোদি সরকারের চীন নীতি কেউই বুঝতে পারছে না। গত ১১ বছরে ভারতের অবস্থান দুর্বল হয়েছে। ২০২০ সালে গলওয়ান সংঘর্ষের আগে যেমন পরিস্থিতি ছিল, এখনো তা থেকে গেছে।”
 
																			 
										 ডেস্ক রিপোর্টঃ
																ডেস্ক রিপোর্টঃ								 
























