ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

লাহোর বোর্ড পরীক্ষায় ইসলাম শিক্ষা ও কোরআনে প্রথম শিখ ছাত্র

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:১৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
  • ৫৩৮ বার পড়া হয়েছে

পাকিস্তানের লাহোরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের নবম শ্রেণির পরীক্ষায় ইসলাম শিক্ষা ও কোরআন অনুবাদ বিষয়ে প্রথম হয়েছে শিখ ধর্মাবলম্বী ছাত্র ওঙ্কার সিং। মোট ৫৫৫ নম্বরের মধ্যে ৫৫৪ পেয়ে সে দারুণ কৃতিত্ব দেখিয়েছে। শনিবার (২৩ আগস্ট) পাকিস্তানি সংবাদমাধ্যম খামা প্রেস এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

ওঙ্কার সিং শিখ ধর্মের অনুসারী হওয়ায় চাইলে ইসলাম শিক্ষা ও কোরআন অনুবাদের বদলে অন্য বিষয় বেছে নিতে পারত। কিন্তু সে নিজেই স্বেচ্ছায় দুটি বিষয় নির্বাচন করে এবং ইসলাম শিক্ষায় ১০০ নম্বরের মধ্যে ৯৮ ও কোরআন অনুবাদে ৫০ নম্বরের মধ্যে ৪৯ পেয়ে সাফল্য অর্জন করে।

তার বাবা মিমপাল সিং একজন চিকিৎসক এবং পাকিস্তান সরকার ২০২৪ সালে চিকিৎসা সেবায় অবদানের জন্য তাকে তমগা-ই-ইমতিয়াজ পদকে ভূষিত করে। বাবাকেই আদর্শ মানে ওঙ্কার। চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়েই এগোচ্ছে সে।

পাঞ্জাবের প্রাদেশিক শিক্ষামন্ত্রী রানা সিকান্দর হায়াত ওঙ্কারের এই সাফল্যের প্রশংসা করেছেন। তিনি এক্স (সাবেক টুইটার)-এ ফলাফলের শিট প্রকাশ করে লিখেছেন, “ভালো করেছো।”

এদিকে, এ বছর লাহোর বোর্ডের সামগ্রিক ফলাফলে দেখা গেছে ভয়াবহ বিপর্যয়। নবম শ্রেণির ফলাফলে ৫৫ শতাংশ শিক্ষার্থী ফেল করেছে। এর মধ্যে ছেলেদের অবস্থা ছিল আরও খারাপ—মোট পরীক্ষার্থীদের মধ্যে ৬৫ শতাংশ ছেলে ফেল করেছে। অন্যদিকে মেয়েদের মধ্যে ফেল করেছে ৪৭ শতাংশ।

সূত্র: খামা প্রেস

জনপ্রিয় সংবাদ

চলচ্চিত্র থেকে রাজনীতির ময়দান, বিজেপির বিরুদ্ধে নতুন যুদ্ধ ঘোষণা বিজয়ের

লাহোর বোর্ড পরীক্ষায় ইসলাম শিক্ষা ও কোরআনে প্রথম শিখ ছাত্র

আপডেট সময় ১১:১৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫

পাকিস্তানের লাহোরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের নবম শ্রেণির পরীক্ষায় ইসলাম শিক্ষা ও কোরআন অনুবাদ বিষয়ে প্রথম হয়েছে শিখ ধর্মাবলম্বী ছাত্র ওঙ্কার সিং। মোট ৫৫৫ নম্বরের মধ্যে ৫৫৪ পেয়ে সে দারুণ কৃতিত্ব দেখিয়েছে। শনিবার (২৩ আগস্ট) পাকিস্তানি সংবাদমাধ্যম খামা প্রেস এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

ওঙ্কার সিং শিখ ধর্মের অনুসারী হওয়ায় চাইলে ইসলাম শিক্ষা ও কোরআন অনুবাদের বদলে অন্য বিষয় বেছে নিতে পারত। কিন্তু সে নিজেই স্বেচ্ছায় দুটি বিষয় নির্বাচন করে এবং ইসলাম শিক্ষায় ১০০ নম্বরের মধ্যে ৯৮ ও কোরআন অনুবাদে ৫০ নম্বরের মধ্যে ৪৯ পেয়ে সাফল্য অর্জন করে।

তার বাবা মিমপাল সিং একজন চিকিৎসক এবং পাকিস্তান সরকার ২০২৪ সালে চিকিৎসা সেবায় অবদানের জন্য তাকে তমগা-ই-ইমতিয়াজ পদকে ভূষিত করে। বাবাকেই আদর্শ মানে ওঙ্কার। চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়েই এগোচ্ছে সে।

পাঞ্জাবের প্রাদেশিক শিক্ষামন্ত্রী রানা সিকান্দর হায়াত ওঙ্কারের এই সাফল্যের প্রশংসা করেছেন। তিনি এক্স (সাবেক টুইটার)-এ ফলাফলের শিট প্রকাশ করে লিখেছেন, “ভালো করেছো।”

এদিকে, এ বছর লাহোর বোর্ডের সামগ্রিক ফলাফলে দেখা গেছে ভয়াবহ বিপর্যয়। নবম শ্রেণির ফলাফলে ৫৫ শতাংশ শিক্ষার্থী ফেল করেছে। এর মধ্যে ছেলেদের অবস্থা ছিল আরও খারাপ—মোট পরীক্ষার্থীদের মধ্যে ৬৫ শতাংশ ছেলে ফেল করেছে। অন্যদিকে মেয়েদের মধ্যে ফেল করেছে ৪৭ শতাংশ।

সূত্র: খামা প্রেস