যুক্তরাজ্যে মুসলিম নারীর ছদ্মবেশ ধারণ করে দোকান থেকে চুরির অভিযোগে লক্ষ্মণ লাল নামের এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার স্থানীয় গণমাধ্যম পাকিস্তান অবজারভার এ খবর প্রকাশ করেছে।
পুলিশ জানায়, লক্ষ্মণ লাল সম্পূর্ণ কালো বোরকা ও নিকাব পরে দোকানে প্রবেশ করেন, যাতে পথচারী ও দোকানদারের সন্দেহ এড়ানো যায়। তবে তার অস্বাভাবিক ভঙ্গি ও আচরণ স্থানীয়দের চোখে পড়ে। মুহূর্তেই কয়েকজন তাকে ঘিরে ফেলেন। এক পর্যায়ে উপস্থিত কেউ নিকাব সরিয়ে দিলে বেরিয়ে আসে আসল পরিচয়—বোরকার আড়ালে তিনি একজন পুরুষ।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায়, কালো বোরকা ও নিকাবে ঢাকা অবস্থায় এক ব্যক্তিকে কয়েকজন ঘিরে রেখেছে। হৈচৈয়ের মধ্যেই তার মুখোশ খুলে যাওয়ার পর সবাই অবাক হয়ে যায়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তাকে হেফাজতে নেয়। পরে নিশ্চিত হয় যে, তিনি ভারতীয় নাগরিক লক্ষ্মণ লাল।
ঘটনা ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। অনেকেই আশঙ্কা প্রকাশ করেছেন, ধর্মীয় পোশাক ব্যবহার করে অপরাধ করলে মুসলিম নারীরা অযথা সন্দেহ ও হয়রানির শিকার হতে পারেন। অন্যদিকে অনেকে এ কাণ্ডকে প্রতারণার “নিন্দনীয় ও অদ্ভুত কৌশল” হিসেবে আখ্যা দিয়েছেন।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং লক্ষ্মণ লালের বিরুদ্ধে আনুষ্ঠানিক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।