ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

গাজার হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিক মরিয়মের শেষ চিঠি

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০২:২৩:১৮ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
  • ৬২২ বার পড়া হয়েছে

গাজার একটি হাসপাতালে ইসরায়েলের পরপর দুটি বিমান হামলায় পাঁচ সাংবাদিক ও কয়েকজন চিকিৎসাকর্মীসহ অন্তত ২০ জন নিহত হয়েছেন। সোমবারের এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। নিহতদের মধ্যে রয়েছেন ফিলিস্তিনি সাংবাদিক মরিয়ম আবু দাক্কা। মৃত্যুর আগে তিনি নিজের একমাত্র ছেলে গাইথের জন্য লিখে গিয়েছিলেন এক আবেগঘন চিঠি।

চিঠিতে মরিয়ম লিখেছিলেন—
“প্রিয় গাইথ,
আমি চাই তুমি আমার জন্য প্রার্থনা করবে। আমার মৃত্যুর কারণে কেঁদো না, যেন আমি সুখী হতে পারি। আমি সবকিছু করেছি যাতে তুমি সুখী, নিরাপদ এবং সুস্থ থেকো। আমি চাই তুমি একজন প্রতিভাবান ব্যবসায়ী হয়ে ওঠো। যখন তুমি বড় হবে, বিয়ে করবে এবং একটি কন্যা সন্তানের বাবা হবে, তাকে আমার নামে ’মারিয়ম’ নামকরণ করবে।
তুমি আমার ভালোবাসা, আমার হৃদয়, আমার আত্মা। আমার জন্য দোয়া করো।
তোমার মা,
মারিয়ম।”

সোমবার (২৫ আগস্ট) ইসরায়েলি বাহিনীর টার্গেটেড হামলায় দক্ষিণ গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে প্রাণ হারান মরিয়ম আবু দাক্কা। একই ঘটনায় আরও চার সাংবাদিক নিহত হন। নিহতদের মধ্যে রয়টার্সের সাংবাদিক হুসাম আল-মাসরিও ছিলেন।

৪০ বছর বয়সী মরিয়ম আবু দাক্কা দীর্ঘদিন ধরে ইন্ডিপেন্ডেন্ট অ্যারাবিয়া, অ্যাসোসিয়েটেড প্রেসসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে ফটোসাংবাদিক হিসেবে কাজ করেছেন। গাজার বাস্তবতা, যুদ্ধ ও মানবিক সংকট তুলে ধরতে সামনের সারিতে ছিলেন তিনি।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, সোমবারের হামলায় প্রাণ হারানো সাংবাদিকদের মৃত্যু গাজার যুদ্ধক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের জন্য আবারও ভয়াবহ সতর্কবার্তা বয়ে আনল।

সূত্র: আল জাজিরা।

জনপ্রিয় সংবাদ

এমন কিছু ঘটবে যা ‘সারাদেশ কাঁপাবে’ হাদিকে গু-লির আগের রাতে বান্ধবীকে ফয়সাল

গাজার হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিক মরিয়মের শেষ চিঠি

আপডেট সময় ০২:২৩:১৮ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫

গাজার একটি হাসপাতালে ইসরায়েলের পরপর দুটি বিমান হামলায় পাঁচ সাংবাদিক ও কয়েকজন চিকিৎসাকর্মীসহ অন্তত ২০ জন নিহত হয়েছেন। সোমবারের এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। নিহতদের মধ্যে রয়েছেন ফিলিস্তিনি সাংবাদিক মরিয়ম আবু দাক্কা। মৃত্যুর আগে তিনি নিজের একমাত্র ছেলে গাইথের জন্য লিখে গিয়েছিলেন এক আবেগঘন চিঠি।

চিঠিতে মরিয়ম লিখেছিলেন—
“প্রিয় গাইথ,
আমি চাই তুমি আমার জন্য প্রার্থনা করবে। আমার মৃত্যুর কারণে কেঁদো না, যেন আমি সুখী হতে পারি। আমি সবকিছু করেছি যাতে তুমি সুখী, নিরাপদ এবং সুস্থ থেকো। আমি চাই তুমি একজন প্রতিভাবান ব্যবসায়ী হয়ে ওঠো। যখন তুমি বড় হবে, বিয়ে করবে এবং একটি কন্যা সন্তানের বাবা হবে, তাকে আমার নামে ’মারিয়ম’ নামকরণ করবে।
তুমি আমার ভালোবাসা, আমার হৃদয়, আমার আত্মা। আমার জন্য দোয়া করো।
তোমার মা,
মারিয়ম।”

সোমবার (২৫ আগস্ট) ইসরায়েলি বাহিনীর টার্গেটেড হামলায় দক্ষিণ গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে প্রাণ হারান মরিয়ম আবু দাক্কা। একই ঘটনায় আরও চার সাংবাদিক নিহত হন। নিহতদের মধ্যে রয়টার্সের সাংবাদিক হুসাম আল-মাসরিও ছিলেন।

৪০ বছর বয়সী মরিয়ম আবু দাক্কা দীর্ঘদিন ধরে ইন্ডিপেন্ডেন্ট অ্যারাবিয়া, অ্যাসোসিয়েটেড প্রেসসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে ফটোসাংবাদিক হিসেবে কাজ করেছেন। গাজার বাস্তবতা, যুদ্ধ ও মানবিক সংকট তুলে ধরতে সামনের সারিতে ছিলেন তিনি।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, সোমবারের হামলায় প্রাণ হারানো সাংবাদিকদের মৃত্যু গাজার যুদ্ধক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের জন্য আবারও ভয়াবহ সতর্কবার্তা বয়ে আনল।

সূত্র: আল জাজিরা।