আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শুধু সেনাবাহিনী নয়, নৌবাহিনী ও বিমানবাহিনীও নির্বাচন প্রক্রিয়ায় সহায়তা করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে সিলেট বিভাগের জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পরে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই চার হাজার পুলিশের একটি ব্যাচ প্রশিক্ষণ সম্পন্ন করেছে। নতুন একটি ব্যাচ বর্তমানে প্রশিক্ষণ গ্রহণ করছে এবং আরও একটি ব্যাচ প্রশিক্ষণ নেবে। এছাড়া পুলিশসহ অন্যান্য বাহিনীও প্রশিক্ষণ দেওয়া হবে। আগামী ৭ সেপ্টেম্বর রাজারবাগ পুলিশ লাইনে এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে