ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

গাজায় ভুল গুলিতে ইসরায়েলি সেনা নিহত, নিজ বাহিনীর হাতেই প্রাণ হারালেন সার্জেন্ট ইউসেফ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:১৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
  • ৫৩৮ বার পড়া হয়েছে

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনীর এক সদস্য নিজ বাহিনীর গুলিতে নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ মে) এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (IDF) জানায়, সার্জেন্ট ইউসেফ ইয়েহুদা চিরাক নামের ওই সেনা উত্তর গাজায় ‘ভুলক্রমে’ গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান।

IDF-এর তথ্যমতে, নিহত ইউসেফ ৪০১তম সাঁজোয়া ব্রিগেডের অধীনে কর্মরত কমব্যাট ইঞ্জিনিয়ারিং ইউনিটের সদস্য ছিলেন। মঙ্গলবার তারা একটি সুড়ঙ্গ ধ্বংসের প্রস্তুতি নিচ্ছিল এবং তার কাঠামোর নকশা তৈরি করছিল। এ সময় সেনাবাহিনীর আরেকটি ইউনিট নিরাপত্তা নিশ্চিত করতে ঘটনাস্থলে মোতায়েন ছিল।

সন্দেহজনক উপস্থিতি ভেবে ওই ইউনিট ইউসেফকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পরপরই তার পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে।

এ ঘটনা এমন সময় ঘটল যখন ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ব্যাপক সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। এ পর্যন্ত সেখানে প্রাণ হারিয়েছেন ৫৩ হাজারের বেশি ফিলিস্তিনি, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

ইসরায়েলের বর্বর হামলায় শুধু প্রাণহানিই নয়, গাজার সাধারণ মানুষকে খাদ্য ও ওষুধের জন্য হাহাকার করতে হচ্ছে। জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা জানিয়েছে, গাজা এখন দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে।

অন্যদিকে, গাজায় চালানো গণহত্যামূলক অভিযানে অংশ নিতে গিয়ে প্রায় ৯০০ ইসরায়েলি সেনাও নিহত হয়েছে। মানবাধিকার সংস্থাগুলোর দাবি, ইসরায়েল নিজেরাই এখন নিজের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনছে।

জনপ্রিয় সংবাদ

ওমরাহ করতে গিয়ে সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জনের মৃত্যু

গাজায় ভুল গুলিতে ইসরায়েলি সেনা নিহত, নিজ বাহিনীর হাতেই প্রাণ হারালেন সার্জেন্ট ইউসেফ

আপডেট সময় ০৯:১৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনীর এক সদস্য নিজ বাহিনীর গুলিতে নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ মে) এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (IDF) জানায়, সার্জেন্ট ইউসেফ ইয়েহুদা চিরাক নামের ওই সেনা উত্তর গাজায় ‘ভুলক্রমে’ গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান।

IDF-এর তথ্যমতে, নিহত ইউসেফ ৪০১তম সাঁজোয়া ব্রিগেডের অধীনে কর্মরত কমব্যাট ইঞ্জিনিয়ারিং ইউনিটের সদস্য ছিলেন। মঙ্গলবার তারা একটি সুড়ঙ্গ ধ্বংসের প্রস্তুতি নিচ্ছিল এবং তার কাঠামোর নকশা তৈরি করছিল। এ সময় সেনাবাহিনীর আরেকটি ইউনিট নিরাপত্তা নিশ্চিত করতে ঘটনাস্থলে মোতায়েন ছিল।

সন্দেহজনক উপস্থিতি ভেবে ওই ইউনিট ইউসেফকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পরপরই তার পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে।

এ ঘটনা এমন সময় ঘটল যখন ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ব্যাপক সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। এ পর্যন্ত সেখানে প্রাণ হারিয়েছেন ৫৩ হাজারের বেশি ফিলিস্তিনি, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

ইসরায়েলের বর্বর হামলায় শুধু প্রাণহানিই নয়, গাজার সাধারণ মানুষকে খাদ্য ও ওষুধের জন্য হাহাকার করতে হচ্ছে। জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা জানিয়েছে, গাজা এখন দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে।

অন্যদিকে, গাজায় চালানো গণহত্যামূলক অভিযানে অংশ নিতে গিয়ে প্রায় ৯০০ ইসরায়েলি সেনাও নিহত হয়েছে। মানবাধিকার সংস্থাগুলোর দাবি, ইসরায়েল নিজেরাই এখন নিজের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনছে।