ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

“ডাকসুর চেয়ে ভালো নির্বাচন হয়েছে, জাহাঙ্গীরনগরের জন্য দোয়া চান স্বরাষ্ট্র উপদেষ্টা”

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৭:৫১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৮১ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে অন্যবারের চেয়ে ভালো উল্লেখ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “এখন আপনারা আল্লাহর কাছে দোয়া করেন যেন জাহাঙ্গীরনগরের নির্বাচনটাও সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর হয়।”

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিস পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ডাকসু নির্বাচনে কারচুপির অভিযোগ প্রসঙ্গে তিনি জানান, “এ বিষয়ে অনেক প্রশ্ন এসেছে, উত্তরও বহুবার দেওয়া হয়েছে। এখন মূল চাওয়া—পরবর্তী নির্বাচন যেন সুষ্ঠু হয়।”

জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জাহাঙ্গীর আলম বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতিমধ্যেই প্রশিক্ষণ শুরু করেছে। পুলিশের ট্রেনিংও উদ্বোধন হয়েছে। জাতীয় নির্বাচনকে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর করার প্রস্তুতি চলছে। তিনি জানান, “৮০ হাজার সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, বিজিবি, র‍্যাব, আনসার ও পুলিশ বাহিনী মোতায়েন থাকবে।”

পাসপোর্ট সেবার উন্নয়ন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এখন আগের চেয়ে অনেক দ্রুত পাসপোর্ট দেওয়া হচ্ছে। আরও সময় কমানো যায় কি না, সেই কাজ চলছে। ইতিমধ্যে নাগরিক সেবাকেন্দ্র চালু হয়েছে এবং পুলিশ ভেরিফিকেশন উঠিয়ে দেওয়া হয়েছে, যাতে মানুষ সহজে পাসপোর্ট পেতে পারে।

চার ক্যাম্পাসে শিবিরের ভূমিধস জয় রহস্যজনক: নুর

“ডাকসুর চেয়ে ভালো নির্বাচন হয়েছে, জাহাঙ্গীরনগরের জন্য দোয়া চান স্বরাষ্ট্র উপদেষ্টা”

আপডেট সময় ০৭:৫১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে অন্যবারের চেয়ে ভালো উল্লেখ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “এখন আপনারা আল্লাহর কাছে দোয়া করেন যেন জাহাঙ্গীরনগরের নির্বাচনটাও সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর হয়।”

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিস পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ডাকসু নির্বাচনে কারচুপির অভিযোগ প্রসঙ্গে তিনি জানান, “এ বিষয়ে অনেক প্রশ্ন এসেছে, উত্তরও বহুবার দেওয়া হয়েছে। এখন মূল চাওয়া—পরবর্তী নির্বাচন যেন সুষ্ঠু হয়।”

জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জাহাঙ্গীর আলম বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতিমধ্যেই প্রশিক্ষণ শুরু করেছে। পুলিশের ট্রেনিংও উদ্বোধন হয়েছে। জাতীয় নির্বাচনকে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর করার প্রস্তুতি চলছে। তিনি জানান, “৮০ হাজার সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, বিজিবি, র‍্যাব, আনসার ও পুলিশ বাহিনী মোতায়েন থাকবে।”

পাসপোর্ট সেবার উন্নয়ন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এখন আগের চেয়ে অনেক দ্রুত পাসপোর্ট দেওয়া হচ্ছে। আরও সময় কমানো যায় কি না, সেই কাজ চলছে। ইতিমধ্যে নাগরিক সেবাকেন্দ্র চালু হয়েছে এবং পুলিশ ভেরিফিকেশন উঠিয়ে দেওয়া হয়েছে, যাতে মানুষ সহজে পাসপোর্ট পেতে পারে।