পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক জ্যোতি মলহোত্রা পাকিস্তানে বিয়ে করতে চেয়েছিলেন বলে দাবি করেছে ভারতের তদন্তকারী সংস্থার একটি সূত্র। এ জন্য তিনি পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই-এর এক হ্যান্ডলার আলি হাসানের কাছ থেকে সরাসরি সাহায্যও চান।
তদন্তকারীদের মতে, জ্যোতি ও আলি হাসানের হোয়াটসঅ্যাপ চ্যাটে এমন কথোপকথনের প্রমাণ পাওয়া গেছে। এক পর্যায়ে জ্যোতি লিখেছিলেন, “আমি পাকিস্তানে বিয়ে করতে চাই, আমার বিয়ের ব্যবস্থা করুন।”
সূত্র জানায়, এই বক্তব্য পাকিস্তানের সঙ্গে তার ‘আত্মিক সম্পর্ক’-এর দিকেই ইঙ্গিত করে। জানা গেছে, জ্যোতি অন্তত দু’বার পাকিস্তান সফর করেছেন—প্রথমবার ২০২৩ সালে এবং দ্বিতীয়বার পহেলগাঁও কাণ্ডের ঠিক আগে।