ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় নিহত ৮৫, অনাহারে শিশুদের মৃত্যু বেড়েই চলেছে

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:২৪:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫
  • ৫৩৩ বার পড়া হয়েছে

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের টানা বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় আরও অন্তত ৮৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী, শিশু ও বয়স্ক ব্যক্তিদের উল্লেখযোগ্য সংখ্যাও রয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (২২ মে) ভোর থেকে শুক্রবার পর্যন্ত বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় প্রাণহানির এই ঘটনা ঘটে।

বিশেষ করে দেইর আল বালাহ এলাকার আল-মাঘাজি শরণার্থী শিবিরে চালানো বিমান হামলায় ভয়াবহ হতাহত হয়। হামলার পরপরই বহু আহতকে উদ্ধার করে আল-আকসা শহীদ হাসপাতালে নেওয়া হয়। আল-জাজিরা ফটো সাংবাদিক আশরাফ আমরার তোলা ছবিতে দেখা যায়, রক্তাক্ত শিশুদের কোলে নিয়ে ছুটছেন আহত ও বিধ্বস্ত স্বজনেরা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত কিছুদিনে অনাহারে মারা যাওয়া শিশু ও বৃদ্ধদের মধ্যে অন্তত ২৯ জনের মৃত্যুর কারণ ‘অনাহারজনিত’। এই সংখ্যা ক্রমাগত বাড়ছে, আর গাজায় হাজারো মানুষ বর্তমানে ভয়াবহ দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত গাজায় মোট প্রাণহানি দাঁড়িয়েছে ৫৩ হাজার ৭৬২ জনে, জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

এদিকে, গাজায় ইসরায়েলের এ হামলা ও মানবিক সংকটকে ‘গণহত্যা’ হিসেবে উল্লেখ করে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) একটি মামলাও চলছে।

জনপ্রিয় সংবাদ

আ’লীগ দেশকে অস্থিতিশীল করতে দিল্লি থেকে ছক আঁকছে : নাহিদ

গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় নিহত ৮৫, অনাহারে শিশুদের মৃত্যু বেড়েই চলেছে

আপডেট সময় ১০:২৪:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের টানা বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় আরও অন্তত ৮৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী, শিশু ও বয়স্ক ব্যক্তিদের উল্লেখযোগ্য সংখ্যাও রয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (২২ মে) ভোর থেকে শুক্রবার পর্যন্ত বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় প্রাণহানির এই ঘটনা ঘটে।

বিশেষ করে দেইর আল বালাহ এলাকার আল-মাঘাজি শরণার্থী শিবিরে চালানো বিমান হামলায় ভয়াবহ হতাহত হয়। হামলার পরপরই বহু আহতকে উদ্ধার করে আল-আকসা শহীদ হাসপাতালে নেওয়া হয়। আল-জাজিরা ফটো সাংবাদিক আশরাফ আমরার তোলা ছবিতে দেখা যায়, রক্তাক্ত শিশুদের কোলে নিয়ে ছুটছেন আহত ও বিধ্বস্ত স্বজনেরা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত কিছুদিনে অনাহারে মারা যাওয়া শিশু ও বৃদ্ধদের মধ্যে অন্তত ২৯ জনের মৃত্যুর কারণ ‘অনাহারজনিত’। এই সংখ্যা ক্রমাগত বাড়ছে, আর গাজায় হাজারো মানুষ বর্তমানে ভয়াবহ দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত গাজায় মোট প্রাণহানি দাঁড়িয়েছে ৫৩ হাজার ৭৬২ জনে, জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

এদিকে, গাজায় ইসরায়েলের এ হামলা ও মানবিক সংকটকে ‘গণহত্যা’ হিসেবে উল্লেখ করে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) একটি মামলাও চলছে।