ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ফেসবুক ব্যবহারে শিক্ষক-কর্মচারীদের মাউশির নির্দেশনা

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:০২:৪১ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • ৫৪৫ বার পড়া হয়েছে

সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নির্দেশিকা ও নতুন সাইবার সুরক্ষা আইন বা অধ্যাদেশ মানতে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

 

 

বুধবার অধিদপ্তরের সহকারী পরিচালক (সাধারণ) মো. খালিদ হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এমন নির্দেশনা দেয়া হয়েছে।

 

এতে বলা হয়েছে, এসব নীতিমালা অমান্য করা আচরণবিধি লঙ্ঘনের শামিল, যা অনেক ক্ষেত্রে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি এবং শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।

 

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মাউশির আওতাধীন সব দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার এবং সাইবার স্পেসে আচরণ বিষয়ে বিদ্যমান সরকারি নির্দেশনা মানতে হবে। এ নির্দেশনা না মানলে তা সরকারি কর্মচারীর আচরণবিধি লঙ্ঘনের পাশাপাশি জাতীয় নিরাপত্তার জন্যও হুমকিস্বরূপ হতে পারে।

 

নির্দেশনায় সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা, ২০১৯ (পরিমার্জিত সংস্করণ) এবং সাইবার সুরক্ষা আইন/অধ্যাদেশ, ২০২৫ (২৫ নং অধ্যাদেশ)-এর কথা উল্লেখ করা হয়েছে।

 

 

বিজ্ঞপ্তিটি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সব আঞ্চলিক পরিচালক, সরকারি ও বেসরকারি কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, জেলা ও উপজেলা শিক্ষা অফিসারদের কাছে পাঠানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

বিজয়ী হলে জাতীয় সরকার করবে জামায়াত: ডা. শফিকুর রহমান

ফেসবুক ব্যবহারে শিক্ষক-কর্মচারীদের মাউশির নির্দেশনা

আপডেট সময় ০৯:০২:৪১ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫

সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নির্দেশিকা ও নতুন সাইবার সুরক্ষা আইন বা অধ্যাদেশ মানতে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

 

 

বুধবার অধিদপ্তরের সহকারী পরিচালক (সাধারণ) মো. খালিদ হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এমন নির্দেশনা দেয়া হয়েছে।

 

এতে বলা হয়েছে, এসব নীতিমালা অমান্য করা আচরণবিধি লঙ্ঘনের শামিল, যা অনেক ক্ষেত্রে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি এবং শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।

 

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মাউশির আওতাধীন সব দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার এবং সাইবার স্পেসে আচরণ বিষয়ে বিদ্যমান সরকারি নির্দেশনা মানতে হবে। এ নির্দেশনা না মানলে তা সরকারি কর্মচারীর আচরণবিধি লঙ্ঘনের পাশাপাশি জাতীয় নিরাপত্তার জন্যও হুমকিস্বরূপ হতে পারে।

 

নির্দেশনায় সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা, ২০১৯ (পরিমার্জিত সংস্করণ) এবং সাইবার সুরক্ষা আইন/অধ্যাদেশ, ২০২৫ (২৫ নং অধ্যাদেশ)-এর কথা উল্লেখ করা হয়েছে।

 

 

বিজ্ঞপ্তিটি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সব আঞ্চলিক পরিচালক, সরকারি ও বেসরকারি কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, জেলা ও উপজেলা শিক্ষা অফিসারদের কাছে পাঠানো হয়েছে।