বগুড়ায় জিয়া সাইবার ফোর্স এর নবগঠিত নির্বাহি কমিটিতে স্থান পেয়েছেন যুবলীগ নেতা নূর আলম।

মঙ্গলবার (২১ অক্টোবর) জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় কমিটির সভাপতি কে এম হারুন অর রশিদ এবং সাধারন সম্পাদক মিয়া মোহাম্মদ রাজিবুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সভাপতি- সাধারন সম্পাদকসহ ৫৩ সদস্য বিশিষ্ট নির্বাহি কমিটি ঘোষনা দেন। ওই কিমিটির নির্বাহি সদস্য হিসেবে নূর আলমের নাম রয়েছে।
অনুসন্ধানে জানাযায়, ২০ সেপ্টেম্বর ২০১১ সালের বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিরা ইউনিয়ন যুবলীগের কমিটিতে নূর আলম যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
যুবলীগের ওই কমিটির সাধারন সম্পাদক আল আমিন বলেন, নূর আলম মাঝিড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আর আমি সাধারণ সম্পাদক ছিলাম। নূর আলম এখন সৌদি আরবে রয়েছেন।
জিয়া সাইবার ফোর্সের বগুড়া জেলা শাখার নবনির্বাচিত সাধারণ সম্পাদক আতিক লিটনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি জানা ছিল না। তারপরও খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।



















