ঢাকা ০২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

গণহত্যার দায়ে ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার আহ্বান জানাল খ্যাতিমান ৪৬০ ইহুদি

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:১৪:০০ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • ৫৩২ বার পড়া হয়েছে

গাজায় ইসরায়েলি কর্মকাণ্ডকে গণহত্যার শামিল আখ্যায়িত করে ইসরাইলের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন বিশ্বের খ্যাতিমান বহু ইহুদি। এক খোলা চিঠিতে জাতিসংঘ ও বিশ্বনেতাদের প্রতি এ আহ্বান জানান তারা।

 

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, চিঠিতে সাবেক ইসরায়েলি কর্মকর্তা, অস্কারজয়ী, লেখক, বুদ্ধিজীবীসহ ৪৬০ জন সই করেছেন।

 

 

তারা গাজা, দখলকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইসরাইলি কর্মকাণ্ডের জবাবদিহি নিশ্চিতের দাবি জানিয়েছেন।

 

 

ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা বৈঠকে বসার আগে, বুধবার (২২ অক্টোবর) চিঠিটি প্রকাশ পেল। বৈঠকে ইইউ নেতারা মানবাধিকার লঙ্ঘনের দায়ে ইসরাইলের ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাবগুলো স্থগিত রাখার পরিকল্পনা করছেন বলে জানা গেছে।

 

চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন ইসরাইলি পার্লামেন্টের সাবেক স্পিকার আব্রাহাম বুর্গ, সাবেক ইসরাইলি শান্তি আলোচক দানিয়েল লেভি, ব্রিটিশ লেখক মাইকেল রোজেন, কানাডীয় লেখক নাওমি ক্লেইন, অস্কারজয়ী চলচ্চিত্র নির্মাতা জোনাথন গ্লেজার, মার্কিন অভিনেতা ওয়ালেস শন, পুলিৎজার বিজয়ী বেঞ্জামিন মোজারসহ অনেকে।

 

খোলা চিঠিতে স্বাক্ষরকারীরা বিশ্বনেতাদের প্রতি আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) রায় মেনে চলার, ইসরাইলকে অস্ত্র সরবরাহ বন্ধ করার মাধ্যমে আন্তর্জাতিক আইন লঙ্ঘন থেকে বিরত থাকার, সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা আরোপ এবং গাজায় পর্যাপ্ত মানবিক সহায়তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

 

এছাড়াও, শান্তি ও ন্যায়বিচারের পক্ষে যারা কথা বলছেন, তাদের বিরুদ্ধে ইহুদি-বিদ্বেষের মিথ্যা অভিযোগ প্রত্যাখ্যান করারও অনুরোধ জানান এই ইহুদি ব্যক্তিরা।

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে আ.লীগ অফিস ‘ভাঙচুর বা দখল করেনি’ এনসিপি

গণহত্যার দায়ে ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার আহ্বান জানাল খ্যাতিমান ৪৬০ ইহুদি

আপডেট সময় ১১:১৪:০০ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫

গাজায় ইসরায়েলি কর্মকাণ্ডকে গণহত্যার শামিল আখ্যায়িত করে ইসরাইলের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন বিশ্বের খ্যাতিমান বহু ইহুদি। এক খোলা চিঠিতে জাতিসংঘ ও বিশ্বনেতাদের প্রতি এ আহ্বান জানান তারা।

 

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, চিঠিতে সাবেক ইসরায়েলি কর্মকর্তা, অস্কারজয়ী, লেখক, বুদ্ধিজীবীসহ ৪৬০ জন সই করেছেন।

 

 

তারা গাজা, দখলকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইসরাইলি কর্মকাণ্ডের জবাবদিহি নিশ্চিতের দাবি জানিয়েছেন।

 

 

ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা বৈঠকে বসার আগে, বুধবার (২২ অক্টোবর) চিঠিটি প্রকাশ পেল। বৈঠকে ইইউ নেতারা মানবাধিকার লঙ্ঘনের দায়ে ইসরাইলের ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাবগুলো স্থগিত রাখার পরিকল্পনা করছেন বলে জানা গেছে।

 

চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন ইসরাইলি পার্লামেন্টের সাবেক স্পিকার আব্রাহাম বুর্গ, সাবেক ইসরাইলি শান্তি আলোচক দানিয়েল লেভি, ব্রিটিশ লেখক মাইকেল রোজেন, কানাডীয় লেখক নাওমি ক্লেইন, অস্কারজয়ী চলচ্চিত্র নির্মাতা জোনাথন গ্লেজার, মার্কিন অভিনেতা ওয়ালেস শন, পুলিৎজার বিজয়ী বেঞ্জামিন মোজারসহ অনেকে।

 

খোলা চিঠিতে স্বাক্ষরকারীরা বিশ্বনেতাদের প্রতি আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) রায় মেনে চলার, ইসরাইলকে অস্ত্র সরবরাহ বন্ধ করার মাধ্যমে আন্তর্জাতিক আইন লঙ্ঘন থেকে বিরত থাকার, সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা আরোপ এবং গাজায় পর্যাপ্ত মানবিক সহায়তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

 

এছাড়াও, শান্তি ও ন্যায়বিচারের পক্ষে যারা কথা বলছেন, তাদের বিরুদ্ধে ইহুদি-বিদ্বেষের মিথ্যা অভিযোগ প্রত্যাখ্যান করারও অনুরোধ জানান এই ইহুদি ব্যক্তিরা।